নিউইয়র্ক ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রিয়াদের সেঞ্চুরির রহস্য ফাঁস করলেন তার স্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ১০১ বার পঠিত

গেল কয়েক মাস ধরেই কঠিন পরিস্থিতির

ক্রীড়া ডেস্ক : গেল কয়েক মাস ধরেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মঙ্গলবারের সেঞ্চুরিতে যেন সবকিছুর জবাব দিয়েছেন তিনি। যদিও দল হেরেছে, তাতে রিয়াদের সেঞ্চুরির মাহাত্ম্য কমে না। তার এই সেঞ্চুরির রহস্য জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪৯ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে টাইগাররা। যেখানে ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে ১১১ রান করেছেন মাহমুদউল্লাহ।

স্বামীর এমন পারফরম্যান্সের পরে স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন বিশ্বাসী যদি ধৈর্য্য ধরে এবং আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখে, তাহলে তিনি সেরা পুরস্কার পাবেন।’

তিনি আরো লেখেন, ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার স্বামী এমন একজন বিশ্বাসী… গত কয়েক মাস ধরে তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন, তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ! আল্লাহ মহৎ।’

প্রসঙ্গত, গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সে সিরিজের তিন ম্যাচেই মাঠে নেমে মোট ৭১ রান করেছিলেন তিনি। এরপরে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা হয়নি তার। পরে ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে সুযোগ দেয়া হয় তাকে।আর সেখান থেকেই মিলে যায় বিশ্বকাপের টিকিট। যেখানে ৪ ম্যাচের ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিনি করেছেন ১৯৮ রান। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মাহমুদউল্লাহ রয়েছেন ১৬তম অবস্থানে। সূত্র : ডেইলি-বাংলাদেশ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রিয়াদের সেঞ্চুরির রহস্য ফাঁস করলেন তার স্ত্রী

প্রকাশের সময় : ০৫:৪৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

ক্রীড়া ডেস্ক : গেল কয়েক মাস ধরেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মঙ্গলবারের সেঞ্চুরিতে যেন সবকিছুর জবাব দিয়েছেন তিনি। যদিও দল হেরেছে, তাতে রিয়াদের সেঞ্চুরির মাহাত্ম্য কমে না। তার এই সেঞ্চুরির রহস্য জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪৯ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে টাইগাররা। যেখানে ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে ১১১ রান করেছেন মাহমুদউল্লাহ।

স্বামীর এমন পারফরম্যান্সের পরে স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন বিশ্বাসী যদি ধৈর্য্য ধরে এবং আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখে, তাহলে তিনি সেরা পুরস্কার পাবেন।’

তিনি আরো লেখেন, ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার স্বামী এমন একজন বিশ্বাসী… গত কয়েক মাস ধরে তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন, তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ! আল্লাহ মহৎ।’

প্রসঙ্গত, গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সে সিরিজের তিন ম্যাচেই মাঠে নেমে মোট ৭১ রান করেছিলেন তিনি। এরপরে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা হয়নি তার। পরে ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে সুযোগ দেয়া হয় তাকে।আর সেখান থেকেই মিলে যায় বিশ্বকাপের টিকিট। যেখানে ৪ ম্যাচের ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিনি করেছেন ১৯৮ রান। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মাহমুদউল্লাহ রয়েছেন ১৬তম অবস্থানে। সূত্র : ডেইলি-বাংলাদেশ