নিউইয়র্ক ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রিজওয়ানের জন্য অধীর অপেক্ষায় সারাহ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • / ৬৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। এক ক্যালেন্ডার ইয়ারে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।

আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন রিজওয়ান। সাসেক্সে ওই পাক ওপেনারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা সারাহ টেইলর। মেয়েদের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই উইকেটরক্ষক-ব্যাটারও খেলেন সাসেক্স নারী দলে। রিজওয়ানকে নিয়ে টুইটারে লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শেখার জন্য তর সইছে না, সাসেক্সের জন্য এটা সেরা চুক্তি।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরের খেলা শেষ হবে ২০২২ সালের ৫ এপ্রিল। এরপরই ইংল্যান্ডে চলে যাবেন রিজওয়ান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন তিনি। সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধতে যাচ্ছে রিজওয়ান।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রিজওয়ানের জন্য অধীর অপেক্ষায় সারাহ

প্রকাশের সময় : ১২:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। এক ক্যালেন্ডার ইয়ারে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।

আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন রিজওয়ান। সাসেক্সে ওই পাক ওপেনারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা সারাহ টেইলর। মেয়েদের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই উইকেটরক্ষক-ব্যাটারও খেলেন সাসেক্স নারী দলে। রিজওয়ানকে নিয়ে টুইটারে লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শেখার জন্য তর সইছে না, সাসেক্সের জন্য এটা সেরা চুক্তি।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরের খেলা শেষ হবে ২০২২ সালের ৫ এপ্রিল। এরপরই ইংল্যান্ডে চলে যাবেন রিজওয়ান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন তিনি। সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধতে যাচ্ছে রিজওয়ান।