রাফিনিয়ার গোলে জিতে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়াল বার্সা

- প্রকাশের সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৮২ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লীগ ,ইউরোপা লীগ যাত্রা ব্যর্থতায় শেষ হলেও লা লিগায় জয়ের ধারা অব্যহত রেখেছে বার্সালোনা। তবে রবিবার রাতে জয় এত সহজে ধরা দেয়নি কাতালান জায়ান্টদের। আটলিকো বিলাবাওয়ের মাঠে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে দলটির।
আটলিকোর ক্রমাগত আক্রমণ সামলে রাফিনিয়ার করা গোলে ১-০ ব্যবধানে জয় পায় বার্সা।প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রাফিনিয়া। সের্জিও বুসকেটস ডি-বক্সের ডান দিকে ফাঁকায় খুঁজে নেন রাফিনিয়াকে। ডান পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর বাকিটা সময়ে বার্সেলোনাকে চেপে ধরে বিলবাও।তবে সমতাসূচক সেই গোলের দেখা আর পায়নি স্বাগতিকেরা।নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে বার্সেলোনার জালে বল পাঠান ইনাকি উইলিয়ামস,তবে এর আগে তারই সতীর্থের করা হ্যান্ডবলের কারণে বাতিল হয় গোলটি।
এর পরেও জয় নিশ্চিতে কঠিন পরীক্ষা দিতে হয় বার্সা রক্ষণভাগকে।যোগ করা সময়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার গোললাইন থেকে বল ক্লিয়ার করে তাতে অবশ্য সফলও হয় জাভি হার্নান্দেজের দল। এই জয়ের পর ২৫ ম্যাচে ২১ জয় ও ২ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাভির দল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ সমান সংখ্যক ম্যাচ খেলার পর দুই দলের মধ্যে এখন ৯ পয়েন্ট ব্যবধান। ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিলবাও। সূত্র : দৈনিক ইনকিলাব
সুমি/হককথা