নিউইয়র্ক ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছিল রোনালদোকে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ৮৫ বার পঠিত

২০২২ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি পেরিয়ে গেছে। তবু নানা ইস্যুতে বিশ্বকাপের রেশ এখনো রয়ে গেছে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান।

এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচে মূল একাদশে রাখা হয়নি রোনালদোকে। এরপর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষেও পর্তুগিজ ফরোয়ার্ডকে বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হয়েছিল। নকআউট পর্বের এই দুই ম্যাচে রোনালদোকে না রাখাকে রাজনৈতিক কারণ হিসেবে দেখছেন এরদোগান। তুরস্কের রাষ্ট্রপতি বলেন, ‘তারা রোনালদোকে নষ্ট করেছে। দুর্ভাগ্যবশত তারা রোনালদোর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল। রোনালদো এমনই একজন যে ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেছিল। রোনালদোর মতো একজন ফুটবলারকে শুধু ৩০ মিনিটের জন্য মাঠে পাঠিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৬ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের পাশাপাশি ২২৩ গোলে অ্যাসিস্ট করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছিল রোনালদোকে

প্রকাশের সময় : ১১:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

২০২২ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি পেরিয়ে গেছে। তবু নানা ইস্যুতে বিশ্বকাপের রেশ এখনো রয়ে গেছে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান।

এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচে মূল একাদশে রাখা হয়নি রোনালদোকে। এরপর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষেও পর্তুগিজ ফরোয়ার্ডকে বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হয়েছিল। নকআউট পর্বের এই দুই ম্যাচে রোনালদোকে না রাখাকে রাজনৈতিক কারণ হিসেবে দেখছেন এরদোগান। তুরস্কের রাষ্ট্রপতি বলেন, ‘তারা রোনালদোকে নষ্ট করেছে। দুর্ভাগ্যবশত তারা রোনালদোর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল। রোনালদো এমনই একজন যে ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেছিল। রোনালদোর মতো একজন ফুটবলারকে শুধু ৩০ মিনিটের জন্য মাঠে পাঠিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৬ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের পাশাপাশি ২২৩ গোলে অ্যাসিস্ট করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।