যেভাবে প্লে-অফে কলকাতা!
- প্রকাশের সময় : ০২:৪৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১২৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইডেনে পঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিতার কোনও বিকল্প ছিলো না রাইডার্সদের। এমন সমীকরণে ঘরের মাঠে ৫ উইকেটের দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে আসে শাহরুখ খানের দল। কিন্তু প্লে-অফের লড়াইয়ে থাকবেন নীতীশ রানারা, না—কি আইপিএল থেকে বিদায় হয়ে যাবে কলকাতা?
খাতাকলমে এখনও আইপিএল থেকে ছিটকে যাচ্ছে না কলকাতা। কেননা, এখন পর্যন্ত কোনও দল প্লে-অফে পৌঁছায়নি। পয়েন্ট টেবিলের সব থেকে উপরে রয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলের পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যাবে শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট ১৬। সবার নীচে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ৮। আর পাঁচটি দল ১০ পয়েন্টে রয়েছে। দুটি দল রয়েছে ৮ পয়েন্টে নিয়ে। একটি দলের পয়েন্ট ১১। অর্থাৎ ৩ পয়েন্টের মধ্যে আটটি দল রয়েছে। ফলে কলকাতা খাতাকলমে প্লে-অফের লড়াইয়ে টিকে আছে এখনও। তবে তার জন্য অনেক অঙ্ক রয়েছে।
আরোও পড়ুন । গোপালপুরে ফুটবল রানি কৃষ্ণার গ্রামে জয়োল্লাস
কেকেআর এর বাকি তিনটি ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। সাম্প্রতিক ফর্ম বিচার করলে রাজস্থান ও লখনউ ভাল খেলছে না। তাই কলকাতার পক্ষে জয় অসম্ভব নয়। যদি কলকাতা পরের তিনটি ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৪। তখন তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকে। পাশাপাশি রানরেটও ভালো করতে হবে কলকাতার।
এছাড়া কেকেআরকে প্লে-অফে যেতে হলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের দিকে তাকাতে হবে। এই তিনটি দলের নিজেদের মধ্যে খেলা রয়েছে। মুম্বই খেলবে বেঙ্গালুরুর বিপক্ষে। বেঙ্গালুরু আবার মুম্বাই ছাড়াও রাজস্থানের বিপক্ষে খেলবে। অর্থাৎ সেখানে পয়েন্ট কাটাকাটি হবে। সেই সুযোগ পেতে পারে নাইট রাইডার্স। তবে সেক্ষেত্রে কলকাতাকে আগে নিজেদের বাকি তিনটি ম্যাচ জিততে হবে। তবেই অঙ্কের গল্প।
সূত্র : ঢাকা মেইল
বেলী /হককথা