যুব সংঘ সোনার বাংলা ও ব্রাদার্সের জয়লাভ ॥ তাজওয়ারের হ্যাট্রিক
- প্রকাশের সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
- / ৪৬২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর ষষ্ঠ সপ্তাহের খেলায় যুব সংঘ (বি), সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে আইসাব, ব্রঙ্কস ইউনাইটেড ও সন্দ্বীপ পরাজিত হয়ে পয়েন্ট নষ্ট করেছে। পাশাপাশি ব্রাদার্স এলায়েন্সের তাজওয়ার হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছে। গত ২১ জুলাই রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় যুব সংঘ ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলাটি ছিলো আকর্ষণীয়। ছিলো আক্রমন-পাল্টা আক্রমন। খেলার প্রথমার্ধেই একটি গোল হয়। খেলায় প্রথমার্ধের ১২ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে বাবলু জয়সূচক গোলটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ১-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলাটি বেশ জমে উঠে। খেলার প্রথমার্ধ গোল শূন্য ছিলো। দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটের সময় বিজয়ী দলের জাইয়াম জয়সূচক গোলটি করেন।
দিনের তৃতীয় ও শেষ খেলায় ব্রাদার্স এলায়েন্স সহজেই ৬-১ গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলায় ব্রাদার্স একচেটিয়া প্রাধান্য বিস্তার করে জয়ী হয়। এই খেলায় ব্রাদার্সের তাজওয়ার হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। খেলার প্রথমার্ধের ১০ ও ১২ মিনিটের সময় তাজওয়ার দুটি গোল করেন (২-০)। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় সন্দ্বীপ-এর আনোয়ার গোল করেন (২-১)। পরবর্তীতে ব্রাদার্স এক চেটিয়া প্রাধাণ্য বিস্তার করে খেলতে থাকে এবং আরো ৪টি গোল করে। এই অর্ধের ৩৫ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে সিজার একটি গোল করেন (৩-১)। এর এক মিনিট পরেই অর্থাৎ ৩৬ মিনিটের সময় তাজওয়ার আরো একটি গোল করে তার হ্যাট্রিক পূর্ণ করেন (৪-১)। পরবর্তীতে খেলার ৩৯ মিনিটের সময় দেলোয়ার এবং ৪৫ মিনিটের সময় এভান গোল করেন (৬-১)।
এদিন স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ওয়াহিদ কাজী এরিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা সহ মফিজুল ইসলাম রুমী, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।
পরবর্তী খেলা: লীগের পরবর্তী খেলা আগামী ২৮ জুলাই রোববার একই মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।