নিউইয়র্ক ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / ৬৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার চুরি হওয়া দুষ্প্রাপ্য হাবলট হাতঘড়িটি ভারতে উদ্ধার করা হয়েছে।

২০ লাখ রুপি মূল্যের ঘড়িটি দেশটির উত্তর-পূর্ব রাজ্য আসামের এক বাসিন্দার কাছে পাওয়া গেছে।

জানা গেছে, ম্যারাডোনার সই করা ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন আসামের ওই ব্যক্তি। সম্প্রতি ভারতে ফিরে আসেন তিনি।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইটারে ম্যারাডোনার ঘড়ি উদ্ধারের বিষয়টি কথা নিশ্চিত করেছেন।

এক টুইটে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার চুরি হয়ে যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ম্যারাডোনা। চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। গত বছরের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ফুটবলের এই জাদুকর। -ইউএনবি

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার

প্রকাশের সময় : ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার চুরি হওয়া দুষ্প্রাপ্য হাবলট হাতঘড়িটি ভারতে উদ্ধার করা হয়েছে।

২০ লাখ রুপি মূল্যের ঘড়িটি দেশটির উত্তর-পূর্ব রাজ্য আসামের এক বাসিন্দার কাছে পাওয়া গেছে।

জানা গেছে, ম্যারাডোনার সই করা ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন আসামের ওই ব্যক্তি। সম্প্রতি ভারতে ফিরে আসেন তিনি।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইটারে ম্যারাডোনার ঘড়ি উদ্ধারের বিষয়টি কথা নিশ্চিত করেছেন।

এক টুইটে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার চুরি হয়ে যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ম্যারাডোনা। চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। গত বছরের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ফুটবলের এই জাদুকর। -ইউএনবি