নিউইয়র্ক ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ম্যারাডোনার আট চিকিৎসক, নার্সের বিচার হবে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • / ৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ম্যারাডোনার মৃত্যুর আগে তার সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ আটজনকে বিচারের মুখোমুখি হতে হবে বলে বুধবার প্রকাশিত আদালতের এক রায়ে জানা গেছে৷ তাদের বিরুদ্ধে ‘সাধারণ হত্যার’ অভিযোগ আনা হয়েছে ৷
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা৷ সে সময় তার বয়স হয়েছিল ৬০৷ মৃত্যুর দুই সপ্তাহ আগে মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় তার অস্ত্রোপচার করা হয়েছিল৷ অস্ত্রোপচার শেষে তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তার মৃত্যু হয় ৷
ম্যারাডোনার মৃত্যু তদন্তে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটর ২০ জন চিকিৎসা বিশেষজ্ঞের সমন্বয়ে একটি দল গঠন করেছিলেন৷ গতবছর তারা প্রতিবেদন জমা দেন৷ এতে তারা অভিযোগ করেন, ম্যারাডোনার চিকিৎসায় ‘ঘাটতি ও অনিয়ম’ ছিল৷ ম্যারাডোনাকে উপযুক্ত জায়গায় চিকিৎসা দেয়া গেলে ‘তার বেঁচে থাকার ভালো সম্ভাবনা ছিল’ বলে জানান তারা৷ এছাড়া ম্যারাডোনাকে সেবা দেয়া ব্যক্তিরা তার মৃত্যু পর্যন্ত ‘দীর্ঘ, যন্ত্রণাদায়ক সময়ের’ জন্য তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন বলেও মনে করেন বিশেষজ্ঞরা ৷
আর্জেন্টিনায় মারাদোনা-স্মরণ
গত বছরের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান মারাদোনা৷ কয়েকদিন পর সেই দিনটিকে গভীর শোক ও শ্রদ্ধা নিয়ে স্মরণ করবে সারা বিশ্ব৷ তবে আর্জেন্টিনায় গত ৩০ অক্টোবর, অর্থাৎ জন্মদিনেও ভালোবাসায় সিক্ত হয়েছেন মারাদোনা৷ সেদিন সান্তা ক্লারা দেল মার-এ উন্মোচন করা হয় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা বিশাল এক ভাস্কর্য
যে আটজনকে বিচারের মুখোমুখি হতে হবে তাদের মধ্যে আছেন ম্যারাডোনার পারিবারিক চিকিৎসক নিউরোসার্জন লেওপোল্ডো লুকু, সাইকিয়াট্রিস্ট অগুস্টিনা কোসাচোভ, সাইকোলজিস্ট কার্লস ডিয়াজ ও মেডিকেল কোঅর্ডিনেটর ন্যান্সি ফোর্লিনি৷ তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন৷ কোসাচোভের আইনজীবী জানিয়েছেন তারা আপিল করবেন ৷
বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি৷ অভিযোগ প্রমাণিত হলে আট থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে ৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ম্যারাডোনার আট চিকিৎসক, নার্সের বিচার হবে

প্রকাশের সময় : ০৮:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : ম্যারাডোনার মৃত্যুর আগে তার সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ আটজনকে বিচারের মুখোমুখি হতে হবে বলে বুধবার প্রকাশিত আদালতের এক রায়ে জানা গেছে৷ তাদের বিরুদ্ধে ‘সাধারণ হত্যার’ অভিযোগ আনা হয়েছে ৷
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা৷ সে সময় তার বয়স হয়েছিল ৬০৷ মৃত্যুর দুই সপ্তাহ আগে মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় তার অস্ত্রোপচার করা হয়েছিল৷ অস্ত্রোপচার শেষে তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তার মৃত্যু হয় ৷
ম্যারাডোনার মৃত্যু তদন্তে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটর ২০ জন চিকিৎসা বিশেষজ্ঞের সমন্বয়ে একটি দল গঠন করেছিলেন৷ গতবছর তারা প্রতিবেদন জমা দেন৷ এতে তারা অভিযোগ করেন, ম্যারাডোনার চিকিৎসায় ‘ঘাটতি ও অনিয়ম’ ছিল৷ ম্যারাডোনাকে উপযুক্ত জায়গায় চিকিৎসা দেয়া গেলে ‘তার বেঁচে থাকার ভালো সম্ভাবনা ছিল’ বলে জানান তারা৷ এছাড়া ম্যারাডোনাকে সেবা দেয়া ব্যক্তিরা তার মৃত্যু পর্যন্ত ‘দীর্ঘ, যন্ত্রণাদায়ক সময়ের’ জন্য তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন বলেও মনে করেন বিশেষজ্ঞরা ৷
আর্জেন্টিনায় মারাদোনা-স্মরণ
গত বছরের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান মারাদোনা৷ কয়েকদিন পর সেই দিনটিকে গভীর শোক ও শ্রদ্ধা নিয়ে স্মরণ করবে সারা বিশ্ব৷ তবে আর্জেন্টিনায় গত ৩০ অক্টোবর, অর্থাৎ জন্মদিনেও ভালোবাসায় সিক্ত হয়েছেন মারাদোনা৷ সেদিন সান্তা ক্লারা দেল মার-এ উন্মোচন করা হয় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা বিশাল এক ভাস্কর্য
যে আটজনকে বিচারের মুখোমুখি হতে হবে তাদের মধ্যে আছেন ম্যারাডোনার পারিবারিক চিকিৎসক নিউরোসার্জন লেওপোল্ডো লুকু, সাইকিয়াট্রিস্ট অগুস্টিনা কোসাচোভ, সাইকোলজিস্ট কার্লস ডিয়াজ ও মেডিকেল কোঅর্ডিনেটর ন্যান্সি ফোর্লিনি৷ তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন৷ কোসাচোভের আইনজীবী জানিয়েছেন তারা আপিল করবেন ৷
বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি৷ অভিযোগ প্রমাণিত হলে আট থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে ৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)
হককথা/এমউএ