মোস্তাফিজ ভেলকিতে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- প্রকাশের সময় : ১২:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৩৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল আয়ারল্যান্ড। শেষ আট ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৬ উইকেট। এরপরই মোস্তাফিজের ভেলকি শুরু, দ্রুত সময়ের মধ্যে জোড়া উইকেট নিয়ে খেলায় ফেরান বাংলাদেশকে। এর আগে আগের ম্যাচের আইরিশ সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টরকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন নাজমুল শান্ত।
শেষ দিকে ১০ বলে ২০ রানের ক্যামিওতে আয়ারল্যান্ডকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন মার্ক অ্যাডায়ার। শেষ ওভারে জয়ের ১০ রান প্রয়োজন ছিল আইরিশদের। ওই ওভারে প্রথম বলেই মার্ককে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো ম্যাচে চার রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। আগের দুই ম্যাচে বাইরে থাকা ফিজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি। এরপর আরেক ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি মিলে গড়েন ১০৯ রানের জুটি। স্টার্লিং করে ৬০ ও ব্যালবার্নির ব্যাট থেকে আসে ৫৩ রান। দুজনে ফেরার পর দলের হাল ধরেন হ্যারি টেক্টর ও লকরান টকার।
দুজনের জুটিতে জয়ের পথেই ছিল আয়ারল্যান্ড। ইনিংসের ৪২তম ওভারে পার্টটাইমার শান্তকে বোলিংয়ে আনেন তামিম। বল হাতে নিয়েই টেক্টরকে ফেরান শান্ত, যদিও তাতে দুর্দান্ত ক্যাচে বড় অবদান রাখেন লিটন।
এরপর মোস্তাফিজের ভেলকিতে দ্রুত উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দারুণ ফিফটি করে টেকরকে ব্যক্তিগত ৫০ রানে বোল্ড করেন তিনি। শেষদিকে দারুণ ক্যামিও খেলে চেষ্টা করেন অ্যাডায়ার। তবে শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ১০ রান ডিফেন্ড করে টাইগারদের চার রানের জয় নিশ্চিত করেন হাসান। ৪৪ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজ। এছাড়া হাসান দুইটি ও ইবাদত-শান্ত-মিরাজ নেন সমান একটি করে উইকেট।
আরোও পড়ুন । তিন বছর পর বার্সার ২৭তম, জাভির প্রথম শিরোপা
আইরিশদের ২৭৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ
টসে হেরে আগে ব্যাটিং শেষে আইরিশদের ২৭৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ। চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ বল বাকি রেখে ২৭৪ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। সর্বোচ্চ ৬৯ রান করেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে মুশফিকুর রহীমের ব্যাট থেকে। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত করেন সমান ৩৫ রান।
হৃদয়ও ফিরে গেলেন, লড়ছেন তামিম আগের ম্যাচের দুর্দান্ত ব্যাটিং করা তাউহীদ হৃদয় এদিন ফিরেছেন আগেভাগেই। ১৬ বলে ১৩ রান করে আইরিশ স্পিনার জর্জ ডকরেলের বলে বোল্ড হন তিনি। একপাশে তামিম লড়লেও বাকিরা ইনিংস বড় করতে পারছেন না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান।
তামিমের ফিফটি
জশ লিটলের অফ স্টাম্পের বাইরের বল থার্ডম্যান দিয়ে বাউন্ডারির বাইরে ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি স্পর্শ করেন তামিম ইকবাল। ২০২২ সালের আগস্টের পর ফিফটি পেলেন টাইগার অধিনায়ক।
লিটনও ফিরলেন ফিফটির আগে
আগের দুই ম্যাচে রান না পাওয়া লিটন কুমার দাস আজও ইনিংস বড় করতে ব্যর্থ। তার বিদায়ে তামিমের সঙ্গে ভেঙেছে ৭৬ বলে ৭০ রানের জুটি। আইরিশ স্পিনার অ্যান্ড্রু ম্যাকবার্নির বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হওয়ার আগে লিটন করেন ৩৯ বলে ৩৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে তিন উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৩৯ রান।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত আজ ফিরলেন দ্রুত
আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশকে জেতান নাজমুল হোসেন শান্ত। আজও শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন। তবে দারুণ স্লিপে বলবার্নির হাতে ধরা পড়েন তিনি। আজ শান্ত্র ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৩৫ রান। তামিমের সঙ্গে তাঁর জুটি শেষ ৪৪ বলে ৪৯ রানে।
দুঃস্বপ্নের অভিষেক রনির
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় রনি তালুকদারের। অভিষেক ম্যাচে মাত্র চার রানে ফেরেন তিনি। প্রথম ১২ বলে তিনি রানই করতে পারেননি। ১৩ বলে চার মেরে রানের খাতা খোলার পরের বলেই কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮ রান।
দুই অভিষেক নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে আইরিশরা। এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ব্যাটার রনি তালুকদার ও পেসার মৃতুঞ্জয় চৌধুরীর।
আগের ম্যাচে বাজের বোলিং করায় বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। আর চোটের কারণে নেই সাকিব আল হাসানও। প্রথম দুই ম্যাচে বাইরে থাকার পর এই ম্যাচে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার সূত্র :মানবজমিন
বেলী /হককথা