মেসি স্ত্রী-সন্তান নিয়ে রেস্তোরাঁয় গিয়ে ভক্তদের চাপে খাবারও শেষ করতে পারলেন না
- প্রকাশের সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ৬৪ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : তারকাদের খ্যাতির বিড়ম্বনা কম নয়। আর সেই তারকার নাম যদি হয় লিওনেল মেসি, তাহলে তো কথাই নেই! তার ওপর জায়গাটা যদি হয় তাঁর দেশ আর্জেন্টিনা, তাহলে বাড়ির বাইরে বের হওয়াই তো মুশকিল। ভক্তরা পিলপিল করে ছেঁকে ধরবেন। ঘটেছেও ঠিক তা–ই।আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে এখন জন্মভূমিতে আছেন মেসি। সেখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। ব্যস, আর যায় কোথায়! প্রচুর আর্জেন্টাইন মানুষ রেস্তোরাঁটির বাইরে ভিড় জমিয়ে ফেলেন মহাতারকাকে একনজর দেখতে। গানও গেয়েছেন অনেকে।
আরোও পড়ুন । মাদকমুক্ত থাকতে তরুণদের খেলাধুলায় ব্যস্ত রাখার আহবান
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, বুয়েনস এইরেসের পালের্মোয় ডন হুলিও রেস্তোরাঁয় স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে গিয়েছিলেন মেসি। ‘ক্লারিন’ জানিয়েছে, মেসি খেতে গিয়েছেন, এই খবর চাউর হতেই রেস্তোরাঁর আশপাশে ভিড় জমে যায় ভক্তদের। সামনের রাস্তায়ও চলাচল বন্ধ হয়ে যায়। প্রিয় তারকার সম্মানে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়েই ‘মুচাচোস’ গান গেয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে এই গান গেয়েছেন আর্জেন্টিনার ভক্তরা। খেলোয়াড়েরাও তাতে গলা মিলিয়েছেন। মূলত, কাতার বিশ্বকাপে অমন অকুণ্ঠ সমর্থনের জন্যই ফিফার ‘সেরা সমর্থক’ হিসেবে বিবেচিত হন আর্জেন্টিনার ভক্তরা।
কিন্তু গতকাল সোমবার রাতে মেসিকে জনসম্মুখে দেখে আর্জেন্টাইন ভক্তরা যেন একটু সীমাই লংঘন করে ফেলেন। হাজারো মুঠোফোনে রেস্তোরাঁর বাইরে থেকেই ভক্তরা মেসি পরিবারের ছবি তুলেছেন। জনতার ভিড়ে রাস্তা আটকে যাওয়ায় শহরের পুলিশ এসে হস্তক্ষেপ করে। সংবাদমাধ্যম জানিয়েছে, জনতার ভিড়ে মেসি তাঁর পরিবার নিয়ে শান্তিতে খাওয়াটাও শেষ করতে পারেননি। তার আগেই উঠে বের হয়ে যান। ভিডিওতে দেখা গেছে, মেসি পরিবার নিয়ে বের হওয়ার সময় ভক্তরা তাঁকে ছেঁকে ধরেছিলেন।
আরোও পড়ুন । প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সাক্ষাৎ
কাবাব ও গ্রিলের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ রেস্তোরাঁর গেটের চারপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। মেসি পরিবার নিয়ে বের হয়ে জনতার চাপের মধ্যেও হাসিমুখে গাড়িতে উঠেছেন। ক্লারিন জানিয়েছে, বিশ্বের সেরা ৫০টি রেস্তোরাঁর র্যাঙ্কিংয়ে এটি ১৪তম। আর এই রেস্তোরাঁর মালিক ডন রিভেরোর সঙ্গে মেসির আলাদা খাতিরও আছে। দুজনই যে আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের একনিষ্ঠ ভক্ত।
পুলিশের সহযোগিতায় মেসি পরিবার নিয়ে গাড়িতে ওঠার সময় ভিডিও করেন এক ভক্ত। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘মেসি ডন হুয়ানে আর পালের্মোয় সোমবার রাত। প্রিয় ১০ নম্বর, আমার দিকে তাকানোর জন্য ধন্যবাদ। এখন শান্তিতে মরতেও পারব।’ আর্জেন্টিনা জাতীয় দল ও ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে বাংলাদেশকে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি। আর্জেন্টিনার তিন তারকা জার্সি পরে প্রীতি ম্যাচে পানামা ও কুরাকাওয়ের মুখোমুখি হবেন পিএসজি তারকা। শুক্রবার পানামার মুখোমুখি হওয়ার পর ২৮ মার্চ কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সূত্র : প্রথম আলো
সাথী / হককথা