মেসি রোনালদোর দ্বৈরথে জিতলো ফুটবল
- প্রকাশের সময় : ০৬:০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১০৮ বার পঠিত
মরুর বুকে এক দারুণ ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে থাকলো দর্শকরা। পিএসজি বনাম রিয়াদ অল স্টারের মধ্যে প্রীতি ম্যাচ হলেও সবার আগ্রহের কেন্দ্রে ছিলো বিশ্বজয়ী লিওনেল মেসি এবং পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাললদোর দ্বৈরথ। ফুটবলের আরব্য রজনীতে শেষ হাসি পিএসজির হলেও খেলায় জিতেছে ফুটবল। গোল ছাপিয়ে সবচেয়ে বেশি ছড়িয়ে দুই সেরা তারকার মিলন আর সুন্দর ফুটবলের মর্মবাণী। বহুল প্রতীক্ষিত এই লড়াইটি হতাশ করেনি ফুটবলপ্রেমীদের। পয়সা উসুল এক ম্যাচ উপভোগ করেছেন তারা।
বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচটি দারুণ লড়াইয়ে শুরু হয়। প্রথম মিনিট থেকে শুরু হয় টান টান উত্তেজনার এক লড়াই। শুরুতেই গোল করলেন মেসি। জবাব দিয়ে ম্যাচে সমতা ফেরান রোনালদো। আর ৯ গোলের রোমাঞ্চ শেষ করেন এমবাপে। একদিকে আর্জেন্টিনার মেসি, অন্যদিকে পর্তুগালের রোনালদো। গোটা ম্যাচে আক্রমণ আর পাল্টা-আক্রমণের ফুলঝুরি ছোটাল দুই দল। সব মিলিয়ে দুই দল ৯টি গোল করে। সেই সঙ্গে যোগ হয়েছে কিছু অপ্রীতিকর ঘটনাও। লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নাত।
পিএসজির হয়ে গোল করেন মেসি, মার্কুইনহোস, রামোস, এমবাপ্পে ও একিতিকে। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন রোনালদো। এছাড়া হিউন সু-ইয়াং ও অ্যান্দারসন তালিস্কা একটি করে গোল করেন। এদিন পেনাল্টি মিস করেন নেইমার। ৯০ মিনিটের এই ম্যাচের ৬০ মিনিটের মধ্যে বেশিরভাগ তারকা মাঠ থেকে চলে গেলে হতাশ হয়েছেন দর্শকরা অবশ্য কানায় কানায় ভারপুর স্টেডিয়ামের দর্শকরা ততক্ষণে ছয় গোল দেখে ফেলেছেন। সেই দিক দিয়ে তারকাদের কাছ থেকে আশা পূরণও হয়েছে বলা যায়।
মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পেদের উপস্থিতিতে এমনিতে তারকার অভাব ছিল না। তবে এই তারার মেলায় আরেকটি চমক ছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর আগে বলিউডের শাহেনশাহকে পরিচয় করিয়ে দেওয়া হয় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মেসির কাছ থেকে বল কেড়ে নেন রোনালদো। তবে বল হারানোর জবাবটা ম্যাচের তিন মিনিটের মাথায় গোল করেই দেন আর্জেন্টাইন মহাতারকা। নেইমারের সহায়তায় দারুণ এক শটে বল জালে জড়ান ‘এলএম টেন’।
ম্যাচের ২৫তম মিনিটে মেসির দুর্দান্ত পাস আয়ত্বে নিয়ে গোল করেন এমবাপ্পে। কিন্তু সেই গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৯ মিনিট পর স্পট-কিকে অল-স্টারকে সমতায় ফেরান রোনালদো। পাঁচ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। মাঝমাঠের কাছে অল-স্টারের সালেম আল দাওসারিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্নাত। তবে ধাক্কা সামলে ৪২তম মিনিটে ফের এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে এমবাপ্পে গোলমুখে ফেলেন ক্রস। অসাধারণ ফ্লিকে গোলরক্ষককে বোকা বানান মার্কুইনহোস। এর পর নেইমারের পেনাল্টি ঠেকান আল-ওয়াইস। আর বিরতিতে যাওয়ার আগমুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান রোনালদো। বিরতির পরও জমে ওঠে রোমাঞ্চ। দুই দলই চেষ্টা করছিল এগিয়ে যাওয়ার।
এর মাঝে ৫৩ মিনিটে এমবাপ্পের দুর্দান্ত অ্যাসিস্টে গোল করে পিএসজিকে ৩-২ গোলে এগিয়ে দেন সার্জিও রামোস। এই গোলের জবাব দিতেও খুব বেশি সময় নেয়নি অল স্টার। কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে লক্ষ্য ভেদ করেন জাং হিউং-সু।একটু পর ডি-বক্সের ভেতর হাতে বল লাগিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেয় অল স্টার। গোল করে পিএসজিকে ৪-৩ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। ৬২ মিনিটে অবশ্য রোনালদো, মেসি এবং এমবাপ্পে তিনজনই নেমে গেলে শান্ত হয়ে আসে খেলার উত্তাপ।
তবে লড়াইটা ঝিমিয়ে পড়েনি। ৭৮ মিনিটে একিতিকে গোল করলে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে হাল ছাড়েনিরিয়াদ একাদশ। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গোল করেন তালিসকা। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। সূত্র : একাত্তর টিভি