নিউইয়র্ক ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি ফিরছেন ঘরে, ইঙ্গিত বার্সেলোনা সভাপতির

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৫৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কি তবে বার্সেলোনাতেই ফিরছেন? ফুটবল বিশ্বে এই মুহূর্তে এর থেকে বড় প্রশ্ন বোধহয় আর একটিও নেই। এবার সেই প্রশ্নকে যেন আরও একটু উসকে দিলেন স্বয়ং বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ফুটবলের দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানান, মেসির সঙ্গে সরাসরি কথা বলেন লাপোর্তা। ২০২১ সালে পুরো বিশ্বকে অবাক করে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান মেসি। বলা ভালো, বার্সেলোনার আর্থিক সংকটে ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি। তবে ঘর থেকে হয়তো দূরে থাকার অপেক্ষা এবার শেষ হচ্ছে মেসির। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী মৌসুমে মেসির পিএসজি ছাড়া নিশ্চিত। এরপর থেকেই তার বার্সায় ফেরার গুঞ্জন শুরু হয়। তবে মেসিকে দলে ভেড়ানো সহজ হবে না বার্সার জন্য। আর্থিক দেনায় ঢুবে থাকা ক্লাবটিকে সবার আগে ফিনানশিয়াল ফেয়ার প্লে ঠিক করতে হবে। সার্জিও বুসকেটসের ক্লাব ছাড়া অবশ্য সেদিক থেকে বার্সার উপকারই করেছে। তবে এখনও তাদের কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হবে।

আরোও পড়ুন । ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব

বার্সেলোনা সভাপতি লাপোর্তার মতে মেসির সঙ্গে তাদের সম্পর্ক পুনরায় তৈরি হচ্ছে। রোমানোর ফেসবুক পোস্ট অনুযায়ী লাপোর্তা বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। ম্যাসেজ আদান-প্রদান করে আমরা সম্পর্ক আবার তৈরি হয়েছে। এটা খুবই সুন্দর’। মেসিকে দলে ভেড়াতে সৌদি আরবের ক্লাব আল হেলালের সঙ্গেও পাল্লা দিতে হবে। তারা মেসির জন্য আকাশ সমান টাকার প্রস্তাব দিয়ে বসে আছে। তবে লাপোর্তা হেলালকে পাত্তাই দিতে চান না। তিনি বলেন, ‘আল হিলাল বিড? বার্সা বার্সাই। এই ক্লাব যে কারো সাথেই প্রতিদ্বন্দ্বীতা করতে পারে। আরবে তারা (হেলাল) ভালো বিনিয়োগ করে কিন্তু বার্সা কিন্তু মেসির বাড়ি’।

লাপোর্তা বলেন, ‘আমরা মেসিকে ফেরাতে চাই। কিন্তু তার জন্য পাগলাটে অফার দিতে পারবো না। ফলে আমরা আশা করি লা লীগা আমাদের পরিকল্পনা অনুমোদন দিবে।’এদিকে বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোম্যান মনে করেন মেসি বার্সেলোনা নয় সৌদি আরবেই যাবেন। তিনি বলেন, ‘আমি মনে করি না মেসি আবারও বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জরডি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এফপির একটি প্রতিবেদন হইচই ফেলে পুরো বিশ্বে। তার প্রতিবেদন অনুযায়ী, কোনো ক্লাব নয় সৌদি আরবের কাছেই বিক্রি হন মেসি। সূত্র : মানবজমিন

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি ফিরছেন ঘরে, ইঙ্গিত বার্সেলোনা সভাপতির

প্রকাশের সময় : ১২:৫৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কি তবে বার্সেলোনাতেই ফিরছেন? ফুটবল বিশ্বে এই মুহূর্তে এর থেকে বড় প্রশ্ন বোধহয় আর একটিও নেই। এবার সেই প্রশ্নকে যেন আরও একটু উসকে দিলেন স্বয়ং বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ফুটবলের দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানান, মেসির সঙ্গে সরাসরি কথা বলেন লাপোর্তা। ২০২১ সালে পুরো বিশ্বকে অবাক করে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান মেসি। বলা ভালো, বার্সেলোনার আর্থিক সংকটে ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি। তবে ঘর থেকে হয়তো দূরে থাকার অপেক্ষা এবার শেষ হচ্ছে মেসির। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী মৌসুমে মেসির পিএসজি ছাড়া নিশ্চিত। এরপর থেকেই তার বার্সায় ফেরার গুঞ্জন শুরু হয়। তবে মেসিকে দলে ভেড়ানো সহজ হবে না বার্সার জন্য। আর্থিক দেনায় ঢুবে থাকা ক্লাবটিকে সবার আগে ফিনানশিয়াল ফেয়ার প্লে ঠিক করতে হবে। সার্জিও বুসকেটসের ক্লাব ছাড়া অবশ্য সেদিক থেকে বার্সার উপকারই করেছে। তবে এখনও তাদের কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হবে।

আরোও পড়ুন । ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব

বার্সেলোনা সভাপতি লাপোর্তার মতে মেসির সঙ্গে তাদের সম্পর্ক পুনরায় তৈরি হচ্ছে। রোমানোর ফেসবুক পোস্ট অনুযায়ী লাপোর্তা বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। ম্যাসেজ আদান-প্রদান করে আমরা সম্পর্ক আবার তৈরি হয়েছে। এটা খুবই সুন্দর’। মেসিকে দলে ভেড়াতে সৌদি আরবের ক্লাব আল হেলালের সঙ্গেও পাল্লা দিতে হবে। তারা মেসির জন্য আকাশ সমান টাকার প্রস্তাব দিয়ে বসে আছে। তবে লাপোর্তা হেলালকে পাত্তাই দিতে চান না। তিনি বলেন, ‘আল হিলাল বিড? বার্সা বার্সাই। এই ক্লাব যে কারো সাথেই প্রতিদ্বন্দ্বীতা করতে পারে। আরবে তারা (হেলাল) ভালো বিনিয়োগ করে কিন্তু বার্সা কিন্তু মেসির বাড়ি’।

লাপোর্তা বলেন, ‘আমরা মেসিকে ফেরাতে চাই। কিন্তু তার জন্য পাগলাটে অফার দিতে পারবো না। ফলে আমরা আশা করি লা লীগা আমাদের পরিকল্পনা অনুমোদন দিবে।’এদিকে বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোম্যান মনে করেন মেসি বার্সেলোনা নয় সৌদি আরবেই যাবেন। তিনি বলেন, ‘আমি মনে করি না মেসি আবারও বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জরডি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এফপির একটি প্রতিবেদন হইচই ফেলে পুরো বিশ্বে। তার প্রতিবেদন অনুযায়ী, কোনো ক্লাব নয় সৌদি আরবের কাছেই বিক্রি হন মেসি। সূত্র : মানবজমিন

বেলী/হককথা