নিউইয়র্ক ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি-নেইমারের নৈপুন্যে তুলুজের বিপক্ষে পিএসজির সহজ জয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ৬০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ান ম্যাচে নবাগত দল তুলুজের বিপক্ষে ৩-০ গোলের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পিএসজি।আগের ম্যাচে মোনাকো এফসির সাথে হতাশাজনক ড্রয়ের পর গলতিয়ের শিষ্যরা আক্রমণত্মক ফুটবল খেলে গতকাল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

মেসি-নেইমার-এমবাপেকে নিয়ে গড়া পিএসজির ‘আক্রমণ ত্রয়ী’এ ম্যাচে ছিলেন উজ্জ্বল।এদিন ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় পিএসজি।মেসির চমৎকারভাবে বক্সে বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন নেইমার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে অনেকটা সময় নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

৫০ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ফের এসিস্ট আসে এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসির পা থেকে। বাঁ প্রান্ত থেকে তার বাতাসে ভাসানো দুরপাল্লার পাসে নিশানাভেদ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।এরপর যোগ করা সময়ে পিএসজির তৃতীয় গোলটি আসে হুয়ান বের্নাতের কাছ থেকে । কাছ থেকে নিচু শটে গোল করেন বের্নাত। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতলিয়ান ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি-নেইমারের নৈপুন্যে তুলুজের বিপক্ষে পিএসজির সহজ জয়

প্রকাশের সময় : ০৩:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ান ম্যাচে নবাগত দল তুলুজের বিপক্ষে ৩-০ গোলের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পিএসজি।আগের ম্যাচে মোনাকো এফসির সাথে হতাশাজনক ড্রয়ের পর গলতিয়ের শিষ্যরা আক্রমণত্মক ফুটবল খেলে গতকাল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

মেসি-নেইমার-এমবাপেকে নিয়ে গড়া পিএসজির ‘আক্রমণ ত্রয়ী’এ ম্যাচে ছিলেন উজ্জ্বল।এদিন ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় পিএসজি।মেসির চমৎকারভাবে বক্সে বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন নেইমার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে অনেকটা সময় নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

৫০ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ফের এসিস্ট আসে এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসির পা থেকে। বাঁ প্রান্ত থেকে তার বাতাসে ভাসানো দুরপাল্লার পাসে নিশানাভেদ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।এরপর যোগ করা সময়ে পিএসজির তৃতীয় গোলটি আসে হুয়ান বের্নাতের কাছ থেকে । কাছ থেকে নিচু শটে গোল করেন বের্নাত। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতলিয়ান ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি।
হককথা/এমউএ