নিউইয়র্ক ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি আর এমবাপ্পের গোল সমান হলে কে পাবেন সোনার জুতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ৬৫ বার পঠিত

লিওনেল মেসি না কিলিয়ান এমবাপ্পে, নাকি পেছন থেকে উঠে এসে হুলিয়ান আলভারেজ কিংবা অলিভিয়ের জিরু জিতে নেবেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট?

এ প্রশ্নের উত্তর মিলবে আজ আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষে। দুই পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে আপাতত ৫ গোল করে যৌথভাবে শীর্ষে। আলভারেজ ও জিরুর গোল ৪টি করে।

তবে শেষ পর্যন্ত একাধিক খেলোয়াড় সমান গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হলেও সোনার বুট পাবেন একজনই। সেই একজনকে বেছে নিতে গোলের পর আরও কিছুর হিসাব করে ফিফা।

গোল সমান হলে প্রথমেই দেখা হবে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কে বেশি ‘অ্যাসিস্ট’ করেছেন বা অন্যের গোলে সহায়তা করেছেন। সেই হিসাবেই ফাইনালের আগে সমান ৫টি করে গোল করলেও এমবাপ্পের ওপরে আছে মেসির নাম। কারণ, সেমিফাইনাল পর্যন্ত মেসি ৩টি গোলে সহায়তা করেছেন, এমবাপ্পে করেছেন ২টিতে।

গোল আর গোলে সহায়তা—দুটিই সমান হলে দেখা হবে, কোন খেলোয়াড় মাঠে কম সময় ছিলেন। আর্জেন্টিনার আলভারেজ ও ফ্রান্সের জিরুকেই উদাহরণ হিসেবে টানা যায়। দুজনই করেছেন ৪টি করে গোল, গোলে সহায়তার ঘরটা দুজনেরই শূন্য। তবে জিরুর চেয়ে ১৯ মিনিট কম খেলায় আলভারেজের নামটাই আছে ওপরে।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি আর এমবাপ্পের গোল সমান হলে কে পাবেন সোনার জুতা

প্রকাশের সময় : ০৬:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

লিওনেল মেসি না কিলিয়ান এমবাপ্পে, নাকি পেছন থেকে উঠে এসে হুলিয়ান আলভারেজ কিংবা অলিভিয়ের জিরু জিতে নেবেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট?

এ প্রশ্নের উত্তর মিলবে আজ আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষে। দুই পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে আপাতত ৫ গোল করে যৌথভাবে শীর্ষে। আলভারেজ ও জিরুর গোল ৪টি করে।

তবে শেষ পর্যন্ত একাধিক খেলোয়াড় সমান গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হলেও সোনার বুট পাবেন একজনই। সেই একজনকে বেছে নিতে গোলের পর আরও কিছুর হিসাব করে ফিফা।

গোল সমান হলে প্রথমেই দেখা হবে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কে বেশি ‘অ্যাসিস্ট’ করেছেন বা অন্যের গোলে সহায়তা করেছেন। সেই হিসাবেই ফাইনালের আগে সমান ৫টি করে গোল করলেও এমবাপ্পের ওপরে আছে মেসির নাম। কারণ, সেমিফাইনাল পর্যন্ত মেসি ৩টি গোলে সহায়তা করেছেন, এমবাপ্পে করেছেন ২টিতে।

গোল আর গোলে সহায়তা—দুটিই সমান হলে দেখা হবে, কোন খেলোয়াড় মাঠে কম সময় ছিলেন। আর্জেন্টিনার আলভারেজ ও ফ্রান্সের জিরুকেই উদাহরণ হিসেবে টানা যায়। দুজনই করেছেন ৪টি করে গোল, গোলে সহায়তার ঘরটা দুজনেরই শূন্য। তবে জিরুর চেয়ে ১৯ মিনিট কম খেলায় আলভারেজের নামটাই আছে ওপরে।