নিউইয়র্ক ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসির গোলে ফেরার দিনে ন্যু ক্যাম্পে বিধ্বস্ত সুয়ারেজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছেড়ে প্যারিসে এসে চেনা ছন্দ হারিয়ে ফেলেছেন লিওনেল মেসি। গত ২০শে নভেম্বর নঁতের বিপক্ষে লিগ ওয়ানে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলেও পাননি জালের দিশা। অবশেষে রোববার ফরাসি লিগ ওয়ানে দ্বিতীয় গোলের দেখা পেলেন মেসি। লিলের বিপক্ষে হাসলো আর্জেন্টাইন তারকার পা। ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জেতে ৫-১ গোলের বড় ব্যবধানে। মেসির গোলে ফেরার দিনে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনা।

লিলের মাঠে দশম মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন দানিলো পেরেইরা। ২৮তম মিনিটে সভেন বোটম্যানের গোলে সমতা আনে লিল।

তবে ৬ মিনিটের ব্যবধানে প্রেনসেল কিমপেম্বে ও মেসির গোলে স্কোরলাইন ৩-১ বানিয়ে ফেলে পিএসজি। কিমপেম্বের গোলটিতে অ্যাসিস্ট করেন মেসি। বিরতির পরেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান দানিলো। এরপর স্কোরশিটে নাম তুলেন কিলিয়ান এমবাপ্পেও।

২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ৩২ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে লিল।

অন্যদিকে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দাপট দেখায় বার্সেলোনা। যদিও শুরুটা ছিল অন্যরকম। অষ্টম মিনিটে ইয়ানিক কারাসকোর গোলে লিড নেয় অ্যাটলেটিকো। দুই মিনিট পরে দারুণ ভলিতে সেই গোল শোধ দেন জর্ডি আলবা। ২১তম মিনিটে গাবির হেডে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির আগমুহূর্তে দলের হয়ে তৃতীয় গোল করেন আরাহো। ৪৯তম মিনিটে দানি আলভেস ব্যবধান বানিয়ে ফেলেন ৪-১। এরপর অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান। মাঝে এক গোল করেন সুয়ারেজ। আলভেসের মাঠ ছাড়ার পর আরো ২০ মিনিট খেলা বাকি ছিল ম্যাচের। তবে ১০ জনের বার্সেলোনার বিপক্ষে আর সুবিধা করতে পারেনি অ্যাটলেটিকো।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল বার্সেলোনা। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো। ৫৩ পয়েন্টের সুবাদে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার স্প্যানিশ লা লিগার অন্য ম্যাচে মার্কো আসেনসিওর একমাত্র গোলে গ্রানাদাকে হারায় রিয়াল।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসির গোলে ফেরার দিনে ন্যু ক্যাম্পে বিধ্বস্ত সুয়ারেজ

প্রকাশের সময় : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছেড়ে প্যারিসে এসে চেনা ছন্দ হারিয়ে ফেলেছেন লিওনেল মেসি। গত ২০শে নভেম্বর নঁতের বিপক্ষে লিগ ওয়ানে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলেও পাননি জালের দিশা। অবশেষে রোববার ফরাসি লিগ ওয়ানে দ্বিতীয় গোলের দেখা পেলেন মেসি। লিলের বিপক্ষে হাসলো আর্জেন্টাইন তারকার পা। ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জেতে ৫-১ গোলের বড় ব্যবধানে। মেসির গোলে ফেরার দিনে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনা।

লিলের মাঠে দশম মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন দানিলো পেরেইরা। ২৮তম মিনিটে সভেন বোটম্যানের গোলে সমতা আনে লিল।

তবে ৬ মিনিটের ব্যবধানে প্রেনসেল কিমপেম্বে ও মেসির গোলে স্কোরলাইন ৩-১ বানিয়ে ফেলে পিএসজি। কিমপেম্বের গোলটিতে অ্যাসিস্ট করেন মেসি। বিরতির পরেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান দানিলো। এরপর স্কোরশিটে নাম তুলেন কিলিয়ান এমবাপ্পেও।

২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ৩২ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে লিল।

অন্যদিকে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দাপট দেখায় বার্সেলোনা। যদিও শুরুটা ছিল অন্যরকম। অষ্টম মিনিটে ইয়ানিক কারাসকোর গোলে লিড নেয় অ্যাটলেটিকো। দুই মিনিট পরে দারুণ ভলিতে সেই গোল শোধ দেন জর্ডি আলবা। ২১তম মিনিটে গাবির হেডে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির আগমুহূর্তে দলের হয়ে তৃতীয় গোল করেন আরাহো। ৪৯তম মিনিটে দানি আলভেস ব্যবধান বানিয়ে ফেলেন ৪-১। এরপর অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান। মাঝে এক গোল করেন সুয়ারেজ। আলভেসের মাঠ ছাড়ার পর আরো ২০ মিনিট খেলা বাকি ছিল ম্যাচের। তবে ১০ জনের বার্সেলোনার বিপক্ষে আর সুবিধা করতে পারেনি অ্যাটলেটিকো।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল বার্সেলোনা। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো। ৫৩ পয়েন্টের সুবাদে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার স্প্যানিশ লা লিগার অন্য ম্যাচে মার্কো আসেনসিওর একমাত্র গোলে গ্রানাদাকে হারায় রিয়াল।
হককথা/এমউএ