মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে ইন্টার মায়ামি

- প্রকাশের সময় : ১২:৫৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১০৩ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ইন্টার মায়ামির মঞ্চস্থ হওয়া প্রত্যেক ম্যাচে ভক্ত-সমর্থকরা তাকিয়ে থাকেন লিওনেল মেসির দিকে। সবাই অপেক্ষায় থাকেন, কখন গোল করবেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসিও হতাশ করছেন না দর্শকদের। প্রত্যেক ম্যাচেই চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন। লীগস কাপের ফাইনালেও ব্যতিক্রম নয়। আজ নাশভিলের মাঠ জিওডিস পার্কে মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে ইন্টার মায়ামি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। রবার্ট টেইলর এবং জোসেফ মার্টিনেজের বোঝাপড়ায় মাঝমাঠ থেকে ওঠা আক্রমণ নাশভিলের ডিফেন্ডাররা ফিরিয়ে দিলে বল পেয়ে যান লিওনেল মেসি। এরপর চার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে বাম পায়ের জাদুকরি শটে বারের কোনা দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রথমার্ধে ৫৯ শতাংশ বল দখলে রেখে দুটি শটের দুটিই লক্ষ্যে রাখে ইন্টার মায়ামি। ৪১ শতাংশ বল দখলে রাখা নাশভিল ৩টি শটের একটি লক্ষ্যে রাখে। সূত্র : মানবজিমন
সুমি/হককথা