মেসির ইন্টার মিয়ামি সম্পর্কে জানা-অজানা যত তথ্য
- প্রকাশের সময় : ০৩:২৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ৬২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ফুটবলের সবচেয়ে বড় তারকার পরবর্তী গন্তব্য এবার ইন্টার মিয়ামি। আমেরিকার মেজর লিগ সকারের এ ক্লাবে যোগদানের ঘোষণা দিয়েছেন মেসি নিজেই। আর আলবিসেলেস্তে অধিনায়কের এ যাত্রায় ইউরোপে ১৫ বছরের মেসি যুগের অবসান হচ্ছে। আল হিলালের বিশাল অঙ্কের প্রস্তাব আর বার্সেলোনায় ফেরার পিছুটান কাটিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন ৩৫ বছর বয়সী ফুটবল জাদুকর। সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির পরবর্তী গন্তব্য ইন্টার মিয়ামি সম্পর্কে জেনে নেয়া যাক গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
১. ইন্টার মিয়ামির বয়স মাত্র ৫ বছর: ২০০৭ সালে ইংলিশ তারকা ফুটবলার যোগ দেন মেজর লিগ সকারে। লস এঞ্জেলেস গ্যালাক্সির সাথে তার চুক্তিতে একটি শর্ত ছিল, লিগে নতুন দল যোগ করার সময় ২৫ মিলিয়ন ডলারে একটি দল নিতে পারবেন তিনি। সাবেক এই ইংলিশ অধিনায়ক ২০১৪ সালে প্রথম এ শর্ত ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেন। এরপর সকল প্রক্রিয়া সম্পন্ন করে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টার মিয়ামি ক্লাব। আর মাঠের খেলায় মিয়ামির অভিষেক হয় ২০২০ সালে।
২. ইন্টার মিয়ামির মালিক ডেভিড ব্যাকহাম: ডেভিড ব্যাকহাম, বিশ্ব ফুটবলের সাবেক তারকা যার আবেদন ছিল বিশ্বব্যাপি। ২০০৭ সালে সাবেক এ ইংলিশ অধিনায়ক পাড়ি জমান মেজর লিগ সকারে, যোগ দেন লস এঞ্জেলেস গ্যালাক্সিতে। ক্লাবটির সাথে তার চুক্তির একটি শর্তই ছিল, লিগে নতুন দল যোগ করার সময় ২৫ মিলিয়ন ডলারে দল নিতে পারবেন ব্যাকহাম। এ শর্তেই ২০১৮ সালে আনুষ্ঠানিক ভাবে ব্যাকহামের মালিকানায় এমএলএসে যুক্ত হয় ইন্টার মিয়ামি। তবে ব্যাকহাম একাই এর মালিক নন, হোর্হে মাস এবং হোসে মাস নামক দুই ব্যবসায়ীর সাথে যৌথ মালিকানায় আছেন তিনি।
৩. লিগে পয়েন্ট টেবিলে তলানির দল: ডেভিড ব্যাকহাম মালিকানায় যুক্ত থাকায় বিশ্বব্যাপি বেশ আকর্ষণ পায় দলটি। তবুও ,লিগে অভিষেকের পর থেকে গত তিন মৌসুম ধরেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। চলতি মৌসুমেও লিগে ১৬ ম্যাচ খেলে ১১ টি তেই হেরেছে তারা, ১৫ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তলানিতে। ফলাফলের বিচারে গত মৌসুম ছিল তাদের সেরা, সেবার পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে থেকে লিগ শেষ করেছিল তারা।
৪. ইন্টার মিলানের সাথে হয়েছে আইনি লড়াই: নামের গে ইন্টার শব্দটি ব্যবহার নিয়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিউলানের সাথে আইনি লড়াইওও হয়েছে ব্যাকহামের ক্লাবের। ইন্টার মিয়ামি ক্লাব হিসেবে যাত্রা শুরু করলে তাদের নামে মামলা ঠুকে দেয় ইন্টার মিলান। ক্লাবের নাম ও ট্রেড মার্কের বাণিজ্যিক ব্যবহারে অধিকার চায় দুই দলই। কয়েক বছর ধরে মামলা চলার পর, কোনো দলকেই অবশ্য বদলাতে হয়নি নাম। কেননা, ক্লাব ফুটবলে ইউনাইটেড রিয়াল এসব শব্দ একাধিক ক্লাবই ব্যবহার করে থাকে। এ যুক্তিতে, ফুটবল বিশ্বেও আবির্ভাব হয় দুইটি ইন্টারের।
৫. ক্লাবের রঙ গোলাপি: ইন্টার মিয়ামির হয়ে মেসিকে খেলতে হবে গোলাপি রঙয়ের জার্সি পরে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবের প্রাথমিক রঙ হিসেবে স্থান করে নিয়েছে এ রঙ। ক্লাবের মতে, গোলাপি রঙ দক্ষিণ ফ্লোরিডার প্রাণবন্ত আত্মারই প্রতিচ্ছবি।
৬. মেসির সাবেক সতীর্থ খেলেছেন মিয়ামির হয়ে: আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ এবং রিয়াল মাদ্রিদ, নাপোলি ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার হঞ্জালো হিগুয়েইন খেলেছেন ইন্টার মিয়ামির হয়ে। ২০২০ সালে যোগদানের পর ২০২২ পর্যন্ত এখানেই খেলেছেন তিনি, ক্লাবের হয়ে করেছেন ২৯ গোল। সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা