মেসিদের বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত
- প্রকাশের সময় : ০৫:১৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ৫৩ বার পঠিত
মেসিসহ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল আসছে বাংলাদেশে। মঙ্গলবার এমনটাই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার এই বিষয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। তবেও তা স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সম্মেলন বাতিলের বিষয়টি গণমাধ্যমকে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুপুর আড়াইটায় বাফুফে কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানায়, বাফুফের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি অনিবার্য কারণে বাতিল করেছে। তবে ঠিক কি কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে তা কেউই নিশ্চিত করেননি।
আগামী জুনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে লিওনেল মেসিরা। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিলো নাইজেরিয়া। সূত্র : একাত্তর টিভি