নিউইয়র্ক ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসিকে হুমকি দেয়া কানেলো আলভারেজকে দেখে নেবেন যুক্তরাষ্ট্রের বক্সার টাইসন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / ৫০ বার পঠিত

মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রেখেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট অর্জনের পর ড্রেসিংরুমে জয় সেলিব্রেট করেন লিওনেল মেসিরা। সেসময় অসাবধানতাবশত মেক্সিকোর জার্সিতে পা লেগে যায় আর্জেন্টিনা অধিনায়ক। ঘটনার জেরে মেসিকে দেখে নেয়ার হুমকি দেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। এবার সেই মুষ্টিযোদ্ধাকে পাল্টা হুমকি দিয়ে রাখলেন সাবেক মার্কিন বক্সার মাইক টাইসন।

মাইক টাইসন বলেন, ‘কানেলো নামের একজন মেসিকে হুমকি দিয়েছে। যদি মেসিকে সে স্পর্শ করার সাহস দেখায় দীর্ঘদিন পর আমাকে রিংয়ে ফিরতেই হবে।’ মাইক টাইসনের কথায় কানেলো আলভারেজের জন্য স্পষ্ট হুমকি ছিল।

গত ২৬শে নভেম্বর গ্রুপপর্বের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের পরই মেসির পায়ে মেক্সিকোর জার্সি লাগার ঘটনা ঘটে। এ নিয়ে মেক্সিকান বক্সার আলভারেজ টুইট করেন, ‘আপনারা কি দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করলো? ঈশ্বরের দোহাই, সে যেন আমার সামনে না পড়ে!’
আলভারেজের টুইটের জবাব দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার সাবেক তারকা বলেন, ‘মিস্টার কানেলো। অজুহাত খুঁজবেন না।

আপনি নিশ্চয়ই ফুটবল সম্পর্কে জানেন না। আপনি জানেন না ড্রেসিংরুমে কী ঘটে। ম্যাচের পর ঘামের কারণে জার্সিগুলো ফ্লোরেই পড়ে থাকে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, দেখবেন মেসি বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লাগিয়েছে।’ মেসির পাশে দাঁড়িয়েছেন সেস ফ্যাব্রিগাসও। আর্জেন্টাইন তারকার সাবেক ক্লাব সতীর্থ আলভারেজের উদ্দেশ্যে বলেন, ‘আপনি লকার রুমের কালচার জানেন? আপনি জানেন ম্যাচের পর কী হয়? সব জার্সি এমনকি আমরা যেগুলো পরে থাকি সেগুলোও ফ্লোরে পড়ে থাকে। এরপর সব একসঙ্গে ধোয়া হয়।’

আগুয়েরো-ফ্যাব্রিগাসদের পর এবার আর্জেন্টিনা ভক্ত মাইক টাইসনকেও পাশে পেলেন লিওনেল মেসি। ২০০৫ সালে ব্রাজিলের দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবং সাংবাদিকের ক্যামেরা ভেঙে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল টাইসনকে। আর্জেন্টিনার ফুটবল জার্সি পরে কোর্টে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’ খ্যাত টাইসন অসামান্য গায়ের জোরে প্রতিপক্ষকে ঘায়েল করতেন সহজেই। ক্যারিয়ারে মোট ৫৮টি বক্সিং ম্যাচ খেলেছেন তিনি। ৫০ ম্যাচে জয় পেয়েছেন টাইসন। ৬টি ম্যাচ হেরেছেন। দু’টি ম্যাচ বাতিল হয়। ১৯৮৬ সালের ২২শে নভেম্বর সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন টাইসন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসিকে হুমকি দেয়া কানেলো আলভারেজকে দেখে নেবেন যুক্তরাষ্ট্রের বক্সার টাইসন

প্রকাশের সময় : ০৫:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রেখেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট অর্জনের পর ড্রেসিংরুমে জয় সেলিব্রেট করেন লিওনেল মেসিরা। সেসময় অসাবধানতাবশত মেক্সিকোর জার্সিতে পা লেগে যায় আর্জেন্টিনা অধিনায়ক। ঘটনার জেরে মেসিকে দেখে নেয়ার হুমকি দেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। এবার সেই মুষ্টিযোদ্ধাকে পাল্টা হুমকি দিয়ে রাখলেন সাবেক মার্কিন বক্সার মাইক টাইসন।

মাইক টাইসন বলেন, ‘কানেলো নামের একজন মেসিকে হুমকি দিয়েছে। যদি মেসিকে সে স্পর্শ করার সাহস দেখায় দীর্ঘদিন পর আমাকে রিংয়ে ফিরতেই হবে।’ মাইক টাইসনের কথায় কানেলো আলভারেজের জন্য স্পষ্ট হুমকি ছিল।

গত ২৬শে নভেম্বর গ্রুপপর্বের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের পরই মেসির পায়ে মেক্সিকোর জার্সি লাগার ঘটনা ঘটে। এ নিয়ে মেক্সিকান বক্সার আলভারেজ টুইট করেন, ‘আপনারা কি দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করলো? ঈশ্বরের দোহাই, সে যেন আমার সামনে না পড়ে!’
আলভারেজের টুইটের জবাব দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার সাবেক তারকা বলেন, ‘মিস্টার কানেলো। অজুহাত খুঁজবেন না।

আপনি নিশ্চয়ই ফুটবল সম্পর্কে জানেন না। আপনি জানেন না ড্রেসিংরুমে কী ঘটে। ম্যাচের পর ঘামের কারণে জার্সিগুলো ফ্লোরেই পড়ে থাকে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, দেখবেন মেসি বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লাগিয়েছে।’ মেসির পাশে দাঁড়িয়েছেন সেস ফ্যাব্রিগাসও। আর্জেন্টাইন তারকার সাবেক ক্লাব সতীর্থ আলভারেজের উদ্দেশ্যে বলেন, ‘আপনি লকার রুমের কালচার জানেন? আপনি জানেন ম্যাচের পর কী হয়? সব জার্সি এমনকি আমরা যেগুলো পরে থাকি সেগুলোও ফ্লোরে পড়ে থাকে। এরপর সব একসঙ্গে ধোয়া হয়।’

আগুয়েরো-ফ্যাব্রিগাসদের পর এবার আর্জেন্টিনা ভক্ত মাইক টাইসনকেও পাশে পেলেন লিওনেল মেসি। ২০০৫ সালে ব্রাজিলের দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবং সাংবাদিকের ক্যামেরা ভেঙে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল টাইসনকে। আর্জেন্টিনার ফুটবল জার্সি পরে কোর্টে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’ খ্যাত টাইসন অসামান্য গায়ের জোরে প্রতিপক্ষকে ঘায়েল করতেন সহজেই। ক্যারিয়ারে মোট ৫৮টি বক্সিং ম্যাচ খেলেছেন তিনি। ৫০ ম্যাচে জয় পেয়েছেন টাইসন। ৬টি ম্যাচ হেরেছেন। দু’টি ম্যাচ বাতিল হয়। ১৯৮৬ সালের ২২শে নভেম্বর সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন টাইসন।