মুস্তাফিজে বিস্মিত আইসিসি
- প্রকাশের সময় : ১০:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬
- / ৮২৬ বার পঠিত
ঢাকা: নিজের জাত অনেক আগেই চিনিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতিমধ্যেই একবছর পূর্ণ করেছেন। একবছরে প্রাপ্তি অনেক। অভিষেক ওয়ানডে ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সাড়া ফেলেন ‘কাটার মাস্টার’। তার বল খেলতে গিয়ে সমস্যায় পড়েননি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া দুস্কর। সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে ইঞ্জুরির কারণে সবগুলো ম্যাচ খেলতে পারেননি। খেলেছেন মাত্র ৩টি ম্যাচ। তিন ম্যাচেই ঝুলিতে নেন ৯টি উইকেট। বিশ্বকাপে ব্যক্তিগত সেরা বোলিং ফিগারটাও তার। ২২ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে উপেক্ষিত ছিলেন মুস্তাফিজ। আইসিসির গড়া সেরা একাদশে জায়গা হয়নি ‘দ্য ফিজের’। আশিষ নেহরার মতো বোলাররা একাদশে জায়গা পেলেও দ্বাদশ খেলোয়াড় হিসেবে নেয়া হয় মুস্তাফিজকে। তবে তিনি যে ক্রিকেটের জন্য কতো বড় সম্পদ তা আবারও প্রমাণ করার সুযোগ পেলেন আইপিএলে।
ভারতে চলছে আইপিএলের নবম আসর। ১ কোটি ৪ লাখ রূপিতে সানরাইজার্সে নাম লেখান এ বিস্ময় বোলার। আইসিসির উপেক্ষার জবাব যেন বল হাতেই দিচ্ছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে নেন ২ উইকেট। পরের তিন ম্যাচে ১টি করে এবং ৫ম ম্যাচে নেন ২ উইকেট। ওই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান এ টাইগার বোলার। মূলত প্রতি ম্যাচেই তার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই সহজ জয়ের লক্ষ্য পায় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে নিয়মিত ভালো বোলিংয়ের কারণে বিশ্বের সেরা সেরা ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। এবার আইসিসিরও নজর পড়েছে ‘দ্য ফিজের’ দিকে! তার বোলিং দেখে বিস্ময় প্রকাশ করেছে আইসিসি। এতো কম বয়সে দারুণ নৈপুণ্যে বিস্মিত আইসিসির কর্তা ব্যক্তিরা। সোমবার আইসিসির মিটিং শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দেশে ফিরে পাপন জানান, আইপিএলে যেভাবে মুস্তাফিজ খেলছে, তাতে মুগ্ধ সবাই। আইসিসিতে মুস্তাফিজকে নিয়ে বেশ প্রশংসা চলছে। তিনি বলেন, এত অল্প বয়সে মুস্তাফিজের এমন নৈপুণ্যে বিস্মিত সবাই। আইসিসি সভায় মুস্তাফিজকে নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পাপন বলেন, ক্রিকেট নিয়ে কথা বলতে গেলেই এখন সবাই মুস্তাফিজকে নিয়ে কথা বলে। আইসিসি মিটিংয়েও তার ব্যতিক্রম হয়নি। মুস্তাফিজকে আমরা কোথায় পেয়েছি জিজ্ঞাসা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। বিশ্বকাপের পর যে মুস্তাফিজকে উপেক্ষা করেছিল আইসিসির প্যানেল, সেই আইসিসিই এখন মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ।