নিউইয়র্ক ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মিয়ামি সমর্থকদের উদ্দেশে যা বললেন মেসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ৩৯ বার পঠিত

ছবি: সংগৃহীত

স্পোটর্স  ডেস্ক : ঘোষণা হয়েছিলো অনেকদিন আগে, কাগজপত্রের চুক্তিও হয়ে গেছে দিন দুয়েক আগেই। অপেক্ষা ছিলো ভক্তদের সামনে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার। আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে প্রায় ২০ হাজার সমর্থকের সামনে বরণ করে নেওয়া হয় মেসিকে।

ইন্টার মায়ামির তিন মালিক জর্জ ম্যাস, হোসে ম্যাস ও ডেভিড বেকহাম মেসির হাতে তুলে দেন তার আইকনিক ১০ নাম্বার জার্সি। এসময় ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাও জানান মেসি।

মেসি বলেন, ‘আমি খুব খুশি যে পরিবার নিয়ে এ শহরটায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি খুশি যে এই প্রকল্প বেছে নিয়েছি। আমরা এখানে সবকিছু খুব উপভোগ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’


মিয়ামির জার্সি গায়ে মাঠে নামতে আর দেরি সহ্য হচ্ছে না নিজের একথা জানিয়ে মেসি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার আর তর সইছে না। সব সময়ের মতো এখানেও আমার ভেতর প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। আমি সব সময়ের মতো এখানও জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

মাঠের খেলাওয় মিয়ামির বর্তমান সময়টা একবারে যাচ্ছেতাই হলেও সমর্থকদের উদ্দেশে মেসি আশার বাণীই শুনিয়েছেন, ‘সামনে আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’

ভক্তদের সমর্থন জানিয়ে মেসি বলেন, ‘আমি আশা করি, পুরো মৌসুমজুড়ে আপনারা (সমর্থকরা) এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রজেক্ট সফল করার জন্য আমার সতীর্থরাও নিজেদের সবটুকু উজাড় করে দিবে।’ সূত্র :   দৈনিক ইত্তেফাক

নাসরিন /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মিয়ামি সমর্থকদের উদ্দেশে যা বললেন মেসি

প্রকাশের সময় : ০৪:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

স্পোটর্স  ডেস্ক : ঘোষণা হয়েছিলো অনেকদিন আগে, কাগজপত্রের চুক্তিও হয়ে গেছে দিন দুয়েক আগেই। অপেক্ষা ছিলো ভক্তদের সামনে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার। আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে প্রায় ২০ হাজার সমর্থকের সামনে বরণ করে নেওয়া হয় মেসিকে।

ইন্টার মায়ামির তিন মালিক জর্জ ম্যাস, হোসে ম্যাস ও ডেভিড বেকহাম মেসির হাতে তুলে দেন তার আইকনিক ১০ নাম্বার জার্সি। এসময় ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাও জানান মেসি।

মেসি বলেন, ‘আমি খুব খুশি যে পরিবার নিয়ে এ শহরটায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি খুশি যে এই প্রকল্প বেছে নিয়েছি। আমরা এখানে সবকিছু খুব উপভোগ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’


মিয়ামির জার্সি গায়ে মাঠে নামতে আর দেরি সহ্য হচ্ছে না নিজের একথা জানিয়ে মেসি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার আর তর সইছে না। সব সময়ের মতো এখানেও আমার ভেতর প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। আমি সব সময়ের মতো এখানও জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

মাঠের খেলাওয় মিয়ামির বর্তমান সময়টা একবারে যাচ্ছেতাই হলেও সমর্থকদের উদ্দেশে মেসি আশার বাণীই শুনিয়েছেন, ‘সামনে আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’

ভক্তদের সমর্থন জানিয়ে মেসি বলেন, ‘আমি আশা করি, পুরো মৌসুমজুড়ে আপনারা (সমর্থকরা) এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রজেক্ট সফল করার জন্য আমার সতীর্থরাও নিজেদের সবটুকু উজাড় করে দিবে।’ সূত্র :   দৈনিক ইত্তেফাক

নাসরিন /হককথা