নিউইয়র্ক ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারত পাবে ২৪৮২ কোটি বাংলাদেশ ২৮৭ কোটি !

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৩৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আয়ের প্রধান বাজার ভারত। ভারতীয় বাজার থেকেই সিংহভাগ আয় করে থাকে আইসিসি। সেই হিসাবে আইসিসির আয় থেকে ভারতের প্রাপ্তির অঙ্কটা বড় হওয়াই স্বাভাবিক। তাই বলে আইসিসির আয় বণ্টনে এতটা বৈষম্য! আগামী চার বছরে আইসিসির আয় থেকে ভারত যে পরিমাণ টাকা পেতে যাচ্ছে, আয় প্রাপ্তিতে বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলো তার ধারেকাছেও নেই। ২০২৪ থেকে ২০২৭—এই চার বছরের জন্য সদস্য দেশগুলোর মধ্যে আয়ের অংশ বণ্টনের প্রকল্প হাতে নিয়েছে আইসিসি। চার বছরের প্রকল্পের প্রতি বছরে সদস্য দেশগুলোর মধ্যে মোট ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার আয় বণ্টন করা হবে। প্রাক্কলিত এই আয় থেকে ভারত একাই পাবে ২৩১ মিলিয়ন বা ২৩ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২ হাজার ৪৮২ কোটি ৪ লাখ ১৮ হাজার ৭০০ টাকা), যা আইসিসির মোট প্রাক্কলিত আয়ের ৩৮ দশমিক ৫০ শতাংশ।

আয় বণ্টনে আইসিসি কতটা বৈষম্যের নীতি গ্রহণ করেছে, সেটি ছোট্ট একটা তথ্যেই স্পষ্ট। ভারত যেখানে মোট আয়ের ৩৮ দশমিক ৫০ শতাংশ পাবে, সেখানে অন্য সদস্য দেশগুলোর কেউ ১০ শতাংশও পাবে না! মানে অন্যদের সবাই ১০ শতাংশের কম পাবে। আইসিসির নথিপত্র ঘেঁটে এমন তথ্যই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। অন্য দেশগুলোর প্রাপ্য অঙ্কের হার দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। যেমন—দ্বিতীয় সর্বোচ্চ অংশ পাবে ইংল্যান্ড, মোট প্রাক্কলিত আয়ের ৬ দশমিক ৬৯ শতাংশ মাত্র! অঙ্কের হিসাবে তারা পাবে ৪১ দশমিক ৩৩ মিলিয়ন বা ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪৪৪ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৪১ টাকা। তৃতীয় সর্বোচ্চ ৬ দশমিক ২৫ শতাংশ পাবে একসময়ের ‘বিগ থ্রি’র অন্যতম সদস্য অস্ট্রেলিয়া। তারা পাবে ৩ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

আরোও পড়ুন । ‘রিয়ালকে শুধু হারাবেই না, ধ্বংস করে দেবে ম্যান সিটি’

আইসিরি প্রায় প্রাপ্তিতে এরপর পর্যায়ক্রমে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান। মানে আয় প্রাপ্তিতে বাংলাদেশ আছে ৮ নম্বরে। বাংলাদেশ পাবে মোট আয়ের মাত্র ৪ দশমিক ৪৬ শতাংশ। অঙ্কের হিসাবে ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৮৭ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৪৯৮ টাকা। পাকিস্তান পাবে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ডলার, নিউজিল্যান্ড ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ডলার, ওয়েস্ট ইন্ডিজ ২ কোটি ৭৫ লাখ ডলার, শ্রীলঙ্কা ২ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার, দক্ষিণ আফ্রিকা ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার, আয়ারল্যান্ড ১ কোটি ৮০ লাখ ৪ হাজার ডলার, জিম্বাবুয়ে ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার ও আফগানিস্তান পাবে ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলার। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে বণ্টন করা হবে মোট ৫৩২ দশমিক ৮৪ মিলিয়ন ডলার (মোট আয়ের ৮৮ দশমিক ৮১ শতাংশ)। বাকি ৬৭ দশমিক ১৬ মিলিয়ন (মোট আয়ের ১৭ দশমিক ১৯ শতাংশ) বণ্টন করা হবে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে। সূত্র : দৈনিক ইত্তেফাক

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারত পাবে ২৪৮২ কোটি বাংলাদেশ ২৮৭ কোটি !

প্রকাশের সময় : ১১:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আয়ের প্রধান বাজার ভারত। ভারতীয় বাজার থেকেই সিংহভাগ আয় করে থাকে আইসিসি। সেই হিসাবে আইসিসির আয় থেকে ভারতের প্রাপ্তির অঙ্কটা বড় হওয়াই স্বাভাবিক। তাই বলে আইসিসির আয় বণ্টনে এতটা বৈষম্য! আগামী চার বছরে আইসিসির আয় থেকে ভারত যে পরিমাণ টাকা পেতে যাচ্ছে, আয় প্রাপ্তিতে বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলো তার ধারেকাছেও নেই। ২০২৪ থেকে ২০২৭—এই চার বছরের জন্য সদস্য দেশগুলোর মধ্যে আয়ের অংশ বণ্টনের প্রকল্প হাতে নিয়েছে আইসিসি। চার বছরের প্রকল্পের প্রতি বছরে সদস্য দেশগুলোর মধ্যে মোট ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার আয় বণ্টন করা হবে। প্রাক্কলিত এই আয় থেকে ভারত একাই পাবে ২৩১ মিলিয়ন বা ২৩ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২ হাজার ৪৮২ কোটি ৪ লাখ ১৮ হাজার ৭০০ টাকা), যা আইসিসির মোট প্রাক্কলিত আয়ের ৩৮ দশমিক ৫০ শতাংশ।

আয় বণ্টনে আইসিসি কতটা বৈষম্যের নীতি গ্রহণ করেছে, সেটি ছোট্ট একটা তথ্যেই স্পষ্ট। ভারত যেখানে মোট আয়ের ৩৮ দশমিক ৫০ শতাংশ পাবে, সেখানে অন্য সদস্য দেশগুলোর কেউ ১০ শতাংশও পাবে না! মানে অন্যদের সবাই ১০ শতাংশের কম পাবে। আইসিসির নথিপত্র ঘেঁটে এমন তথ্যই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। অন্য দেশগুলোর প্রাপ্য অঙ্কের হার দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। যেমন—দ্বিতীয় সর্বোচ্চ অংশ পাবে ইংল্যান্ড, মোট প্রাক্কলিত আয়ের ৬ দশমিক ৬৯ শতাংশ মাত্র! অঙ্কের হিসাবে তারা পাবে ৪১ দশমিক ৩৩ মিলিয়ন বা ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪৪৪ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৪১ টাকা। তৃতীয় সর্বোচ্চ ৬ দশমিক ২৫ শতাংশ পাবে একসময়ের ‘বিগ থ্রি’র অন্যতম সদস্য অস্ট্রেলিয়া। তারা পাবে ৩ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

আরোও পড়ুন । ‘রিয়ালকে শুধু হারাবেই না, ধ্বংস করে দেবে ম্যান সিটি’

আইসিরি প্রায় প্রাপ্তিতে এরপর পর্যায়ক্রমে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান। মানে আয় প্রাপ্তিতে বাংলাদেশ আছে ৮ নম্বরে। বাংলাদেশ পাবে মোট আয়ের মাত্র ৪ দশমিক ৪৬ শতাংশ। অঙ্কের হিসাবে ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৮৭ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৪৯৮ টাকা। পাকিস্তান পাবে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ডলার, নিউজিল্যান্ড ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ডলার, ওয়েস্ট ইন্ডিজ ২ কোটি ৭৫ লাখ ডলার, শ্রীলঙ্কা ২ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার, দক্ষিণ আফ্রিকা ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার, আয়ারল্যান্ড ১ কোটি ৮০ লাখ ৪ হাজার ডলার, জিম্বাবুয়ে ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার ও আফগানিস্তান পাবে ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলার। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে বণ্টন করা হবে মোট ৫৩২ দশমিক ৮৪ মিলিয়ন ডলার (মোট আয়ের ৮৮ দশমিক ৮১ শতাংশ)। বাকি ৬৭ দশমিক ১৬ মিলিয়ন (মোট আয়ের ১৭ দশমিক ১৯ শতাংশ) বণ্টন করা হবে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে। সূত্র : দৈনিক ইত্তেফাক

বেলী/হককথা