নিউইয়র্ক ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ই হবে উপযুক্ত জবাবঃ আফ্রিদি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৪৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বিবাদ অনেকদিন ধরেই ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে আছে। এর সবশেষ সংযোজন এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে অসম্মতি জানিয়ে জানিয়েছে ভারত। পরে হাইব্রিড মডেলের প্রস্তাবেও রাজি না হওয়ায় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এরকম টালমাটাল অবস্থায়ই উত্তরসূরীদের জন্য দারুণ এক পথ বের করে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আরোও পড়ুন । রিয়ালকে গুঁড়িয়ে ফাইনালে ম্যানসিটি

আফ্রিদির মতে পাকিস্তানের উচিত ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যাওয়া। টিম ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে আফ্রিদি বলেন, ‘ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।’ আফ্রিদির মতে পাকিস্তানের জন্য এখন সেরা বিকল্প ভারতের মাটিতে খেলে বিশ্বকাপ জিতে আনা। নিজ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে আফ্রিদি বলেন, ‘ওদের ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারলেই উপযুক্ত জবাব দেয়া হবে।

নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলেও রাজনৈতিক বৈরিতাই এর কারণ। এর ফলে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। আসন্ন দুই টুর্নামেন্টের সময় এগিয়ে এলেও এখনো দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এ জটিলতা নিরসনে আইসিসিকে কার্কর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি। সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ই হবে উপযুক্ত জবাবঃ আফ্রিদি

প্রকাশের সময় : ০৩:২৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বিবাদ অনেকদিন ধরেই ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে আছে। এর সবশেষ সংযোজন এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে অসম্মতি জানিয়ে জানিয়েছে ভারত। পরে হাইব্রিড মডেলের প্রস্তাবেও রাজি না হওয়ায় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এরকম টালমাটাল অবস্থায়ই উত্তরসূরীদের জন্য দারুণ এক পথ বের করে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আরোও পড়ুন । রিয়ালকে গুঁড়িয়ে ফাইনালে ম্যানসিটি

আফ্রিদির মতে পাকিস্তানের উচিত ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যাওয়া। টিম ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে আফ্রিদি বলেন, ‘ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।’ আফ্রিদির মতে পাকিস্তানের জন্য এখন সেরা বিকল্প ভারতের মাটিতে খেলে বিশ্বকাপ জিতে আনা। নিজ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে আফ্রিদি বলেন, ‘ওদের ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারলেই উপযুক্ত জবাব দেয়া হবে।

নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলেও রাজনৈতিক বৈরিতাই এর কারণ। এর ফলে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। আসন্ন দুই টুর্নামেন্টের সময় এগিয়ে এলেও এখনো দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এ জটিলতা নিরসনে আইসিসিকে কার্কর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি। সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা