বৃষ্টি আইনে কপাল পুড়লো ইংল্যান্ডের, হাসলো আয়ারল্যান্ড

- প্রকাশের সময় : ০৭:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ৬৫ বার পঠিত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। এবার সুপার টুয়েলভে শিকার তাদের ইংল্যান্ড। মেলবোর্নে আজ বৃষ্টি আইনে ৫ রানের জয় পায় আইরিশরা। এর আগে প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছিলো আয়ারল্যান্ড।
আরও খবর।বিশ্বকাপ খেলা নিশ্চিত, তামিমের স্বপ্ন আরও বড়
বৃষ্টির কারণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর মাঠে গড়ায় খেলা। টস হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ইনিংসে এরপর দুই দফা বৃষ্টি নামলেও কোনো ওভার কাটা যায়নি। তবে ২০ ওভার ব্যাটিং করতে পারেনি আইরিশরা। চার বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ১৫৭ রানের সংগ্রহ পায় দলটি।
অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ওপেনিংয়ে নেমে ৪৭ বলে ৬২ করেন। লর্কান টুকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বাধিক ৩৪ রান। ইংলিশ লেগ স্পিনার লিয়াম লিভিংস্টোন ও পেসার মার্ক উড তিনটি করে উইকেট নেন। জবাবে ইনিংসের দ্বিতীয় বলে জশ বাটলারকে হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ২৯ রানের মধ্যে অ্যালেক্স হালেস ও বেন স্টোক্স আউট হন।
হ্যারি ব্রুক ১৮ ও ডাউইড মালান ৩৫ করে ফিরলে ৮৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপেই থাকে ইংলিশরা। মইন আলি ও লায়াম লিভিংস্টোন স্কোর পাঁচ উইকেটে ১০৫-এ নিয়ে যাওয়ার পর বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। ৩৩ বলের খেলা বাকি ছিলো তখন।