বিসিএল অফ ইউএসএ টি-৩০ : এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ান

- প্রকাশের সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ৮৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী ক্রিকেট লীগ ইউএসএ (বিসিএল অফ ইউএসএ) টি-৩০ এর ফাইনালে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাবকে ৭০ রানে পরাজিত করে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব এবারের আসরে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (২৪ অক্টোবর) কুইন্সের ড. ড্রু মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
খেলার শুরুতে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এরপর এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ব্যাটিং এ নেমে নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেন। আকরাম দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন। জবাবে নিউ ইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব ২৬ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হন। এন.ওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের আকরাম ৬১ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন কৃষনা ও স›দ্বীপ চাওয়াল, ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করেন পলাশ রায়।
চ্যাম্পিয়ন এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব
এবারের বাংলাদেশী ক্রিকেট লীগে, এন.ওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের শাহবাজ ৫৮৭ রান করে সেরা ব্যাটসম্যান এবং একই দলের হাসনাত ৩২ উইকেট পেয়ে সেরা বোলার নির্বাচিত হন। নিউইয়র্ক ফেয়ারলেস ক্রিকেট ক্লাবের রাসেল ২৬৫ রান ও ২৬ উইকেট সংগ্রহ করে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, চ্যাম্পিয়ান দল এন.ওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবকে ৩,৫০০ হাজার ডলার ও রানার্স আপ দল নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাবকে ১,৫০০ হাজার ডলারের প্রাইজমানি তুলে দেন লীগ স্পন্সর রেনডি বি সিগাল, ডা. রোমানো, বিসিএল প্রেসিডন্ট জিয়া, ভাইস প্রেসিডন্ট মনি, ফিয়ারলেস প্রেসিডন্ট জসিম, জে ওয়াইসির সাহাদী। এই পর্বটি পরিচালনা করেন রাজশাহী ট্রপার্স এর সাদমান।
নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব
ফাইনাল খেলায় বিভিন্ন ক্লাবের অসংখ্য ক্রিকেটার ও বিপুল সংখ্যক দর্শক মাঠে এসে খেলাটি উপভোগ করেন। এবারের বাংলাদেশী ক্রিকেট লীগ টি-৩০ (বিসিএল অফ ইউএসএ) সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহনকারী সকল দল, খেলোয়াড়, দর্শক এবং বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন, বাংলাদেশী ক্রিকেট লীগের প্রেসিডেন্ট জিয়া ও ভাইস-প্রেসিডেন্ট মনি।
উল্লেখ্য, এবারের বাংলাদেশী ক্রিকেট লীগ (বি.সি.এল) এর দ্বিতীয় আসরে সর্বমোট ১৪ টি দল অংশ গ্রহন করে। গত জুন মাসে শুরু হওয়া খেলায় লীগ পর্যায়ে মোট ৯১ খেলা শেষে মোট ৮ দল কোয়াটার ফাইনালে উত্তীর্ণ হয়।