নিউইয়র্ক ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিশ্বকাপ ফুটবল-২০১৮ : শেষ মুহূর্তে নাটকীয় জয় ব্রাজিলের ॥ কোস্টারিকাকে ২-০ গোলে পরাজিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮
  • / ৯৩৭ বার পঠিত

হককথা ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ফুটবলের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোলদুটি পায় ব্রাজিল। কোস্টারিকার শক্তিশালী ডিফেন্স ভেঙ্গে জালে বল জড়ান কুতিনহো ও নেইমার। এনিয়ে এ পর্যন্ত এক ড্র ও একটি জয়ে চার পয়েন্ট পেল ব্রাজিল। কোস্টারিকার দুই হারে দ্বিতীয় পর্বের খেলার স্বপ্নে ভাটা পড়ল। এর আগে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। খেলার প্রথমার্ধে গ্যাব্রিয়েল জেসুসের একটি গোল স্পষ্ট অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এছাড়াও কেইলর নাভাসের গোলবারে তেমন একটা আতঙ্ক ছড়াতে পারেননি নেইমাররা। তবে, খেলার একেবারে অন্তিম মুহুর্তে গোলের দেখা পান ব্রাজিলিয়ানরা। যাকে বলে খেলার মতো খেলা আর গোলের মতো গোল করে গুরুত্বপূর্ণ জয় নিয়ে নির্ভার হয়ে মাঠ ছাড়ে তিতে শিষ্যরা।
শুক্রবার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা। প্রথমার্ধের খেলায় ব্রাজিল বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধ শেষ অতিরিক্ত সময়ে কুতিনহোর ও নেইমারের গোলে কোস্টারিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হয় নিউইয়র্ক সময় শুক্রবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা)। ম্যাচের ৩ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের ফিলিপে কুতিনহো। কিন্তু বক্সের সামনে থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। এরপর ১৩ মিনিটে লিড নেওয়ার ভালো একটি সুযোগ এসেছিল কোস্টারিকার সামনে। ডান দিক থেকে দারুণ একটি পাস দিয়েছিলেন বোর্গেস। কিন্তু বক্সের ভেতর থেকে বল পোস্টের বাইরে দিয়ে মারেন গাম্বোয়া। ২৬ মিনিটে মার্সেলোর নিচু পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু অফ সাইডের কারণে গোলটা বাতিল করেন রেফারী।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসির উইঙ্গার উইলিয়ানের বদলি হিসেবে জুভেন্টাসের মিডফিল্ডার ডগলাস কস্তাকে মাঠে নামিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। ৪৮ মিনিটে ফাগনারের ক্রস থেকে জোরালো হেড নিয়েছিলেন জেসুস। কিন্তু বল বারে লেগে ফিরলে হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের। ৫৬ মিনিটে পাওলিনহোর নিচু ক্রসে বক্সের সামনে থেকে শট নিয়েছিলেন নেইমার। তবে কর্নারের বিনিময়ে কোস্টারিকাকে রক্ষা করেন গোলরক্ষক নাভাস।
খেলার ৭২ মিনিটে ভালো একটি সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। গাম্বোয়ার ভুলে বক্সের সামনে বল পেয়েছিলেন নেইমার। ২০ গজ দূর থেকে দারুণ একটি বাঁকানো শটও নিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। কিন্তু পোস্ট ঘেঁষে চলে যায় বলটি। ৭৯ মিনিটে গঞ্জালেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে নেইমার বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টি দিয়েছিলেন রেফারী। কোস্টারিকার খেলোয়াড়দের আবেদনে সিদ্ধান্ত যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কাছে। ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারী। ফাউল ছিল না বলে নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়।
নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর্যন্ত ব্রাজিলকে গোলবঞ্চিত রেখেছিল কোস্টারিকা। কিন্তু যোগ করা সময়ে কপাল পোড়ে তাদের। ম্যাচের ৯১ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কুতিনহো। আর শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নেইমার গোল করলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ব্রাজিল আর কোস্টারিকার খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। তুলনামূলকভাবে ব্রাজিল বেশী গোলের সুযোগ পেয়ের কাজে লাগাতে পারেনি। অপরদিকে কোস্টারিার খেলা ছিলো বেশ রক্ষনাত্বক। দলের গোলকিপার নাভাস ব্রাজিলের কয়েকটি গোল নস্যাৎ করে দেয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

বিশ্বকাপ ফুটবল-২০১৮ : শেষ মুহূর্তে নাটকীয় জয় ব্রাজিলের ॥ কোস্টারিকাকে ২-০ গোলে পরাজিত

প্রকাশের সময় : ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮

হককথা ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ফুটবলের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোলদুটি পায় ব্রাজিল। কোস্টারিকার শক্তিশালী ডিফেন্স ভেঙ্গে জালে বল জড়ান কুতিনহো ও নেইমার। এনিয়ে এ পর্যন্ত এক ড্র ও একটি জয়ে চার পয়েন্ট পেল ব্রাজিল। কোস্টারিকার দুই হারে দ্বিতীয় পর্বের খেলার স্বপ্নে ভাটা পড়ল। এর আগে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। খেলার প্রথমার্ধে গ্যাব্রিয়েল জেসুসের একটি গোল স্পষ্ট অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এছাড়াও কেইলর নাভাসের গোলবারে তেমন একটা আতঙ্ক ছড়াতে পারেননি নেইমাররা। তবে, খেলার একেবারে অন্তিম মুহুর্তে গোলের দেখা পান ব্রাজিলিয়ানরা। যাকে বলে খেলার মতো খেলা আর গোলের মতো গোল করে গুরুত্বপূর্ণ জয় নিয়ে নির্ভার হয়ে মাঠ ছাড়ে তিতে শিষ্যরা।
শুক্রবার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা। প্রথমার্ধের খেলায় ব্রাজিল বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধ শেষ অতিরিক্ত সময়ে কুতিনহোর ও নেইমারের গোলে কোস্টারিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হয় নিউইয়র্ক সময় শুক্রবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা)। ম্যাচের ৩ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের ফিলিপে কুতিনহো। কিন্তু বক্সের সামনে থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। এরপর ১৩ মিনিটে লিড নেওয়ার ভালো একটি সুযোগ এসেছিল কোস্টারিকার সামনে। ডান দিক থেকে দারুণ একটি পাস দিয়েছিলেন বোর্গেস। কিন্তু বক্সের ভেতর থেকে বল পোস্টের বাইরে দিয়ে মারেন গাম্বোয়া। ২৬ মিনিটে মার্সেলোর নিচু পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু অফ সাইডের কারণে গোলটা বাতিল করেন রেফারী।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসির উইঙ্গার উইলিয়ানের বদলি হিসেবে জুভেন্টাসের মিডফিল্ডার ডগলাস কস্তাকে মাঠে নামিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। ৪৮ মিনিটে ফাগনারের ক্রস থেকে জোরালো হেড নিয়েছিলেন জেসুস। কিন্তু বল বারে লেগে ফিরলে হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের। ৫৬ মিনিটে পাওলিনহোর নিচু ক্রসে বক্সের সামনে থেকে শট নিয়েছিলেন নেইমার। তবে কর্নারের বিনিময়ে কোস্টারিকাকে রক্ষা করেন গোলরক্ষক নাভাস।
খেলার ৭২ মিনিটে ভালো একটি সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। গাম্বোয়ার ভুলে বক্সের সামনে বল পেয়েছিলেন নেইমার। ২০ গজ দূর থেকে দারুণ একটি বাঁকানো শটও নিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। কিন্তু পোস্ট ঘেঁষে চলে যায় বলটি। ৭৯ মিনিটে গঞ্জালেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে নেইমার বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টি দিয়েছিলেন রেফারী। কোস্টারিকার খেলোয়াড়দের আবেদনে সিদ্ধান্ত যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কাছে। ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারী। ফাউল ছিল না বলে নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়।
নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর্যন্ত ব্রাজিলকে গোলবঞ্চিত রেখেছিল কোস্টারিকা। কিন্তু যোগ করা সময়ে কপাল পোড়ে তাদের। ম্যাচের ৯১ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কুতিনহো। আর শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নেইমার গোল করলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ব্রাজিল আর কোস্টারিকার খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। তুলনামূলকভাবে ব্রাজিল বেশী গোলের সুযোগ পেয়ের কাজে লাগাতে পারেনি। অপরদিকে কোস্টারিার খেলা ছিলো বেশ রক্ষনাত্বক। দলের গোলকিপার নাভাস ব্রাজিলের কয়েকটি গোল নস্যাৎ করে দেয়।