বিশ্বকাপ ফুটবল-২০১৮ ॥ গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শেষ ষোলতে ব্রাজিল ॥ বিদায় সার্বিয়া
- প্রকাশের সময় : ০৬:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ১০১৩ বার পঠিত
হককথা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই শেষ ষোলতে নাম লিখাল সাবেক বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিল। নেইমার-কুতিনহো-পাওলিনহোদের পায়ে ফুটল ফুটবলের শৈল্পিক ফুল। ল্যাতিন ছন্দের কাছে পরাভূত হলো ইউরোপের পাওয়ার ফুটবল! আর না বললেও চলে, পাত্তাই পেল না সার্বিয়া। তাদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে গেল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবারের (২৭ জুন) ম্যাচে যেখানে নূনতম ড্র হলেই দ্বিতীয় রাউন্ডে পা রাখতো ব্রাজিল। আর জিততেই হতো সার্বিয়াকে। এমন সমীকরণ নিয়ে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে খেলতে নামেন নেইমাররা। সেখানে ব্রাজিল ২-০ গোলে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছে। ম্যাচে আক্রমণাত্মক সূচনা করেন ব্রাজিল। সূচনালগ্ন থেকেই তাদের পায়ে দেখা যায় ছন্দের পসরা। একের পর এক আক্রমণে সার্বিয়াকে ব্যতিব্যস্ত রাখে ব্রাজিল।
যদিও সুযোগ আসে একটু বিলম্বে। খেলার ২৫ মিনিটের মাথায় সুযোগ পায় ব্রাজিল। গোলপোস্ট বরাবর বাঁ পায়ে শট নেন নেইমার। তবে প্রাণভোমরার জোরালো শট অসামান্য দক্ষতায় রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক ভøাদিমির স্টোজকোভিচ। পরেও আক্রমণের গতি সচল রাখে ব্রাজিল। ফলে সাফল্যও আসে। ৩৬ মিনিটে নিশানাভেদ করেন পাওলিনহো। তবে এ গোলের রূপকার ছিলেন কুতিনহো। থ্রুটা ছিল এ মিডফিল্ডারেরই। পরে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আর গোলমুখ খুলতে পারেননি ব্রাজিলিয়ানরা। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যান তারা।
বিরতি থেকে ফিরে ঝটিকা আক্রমণ শুরু করে সার্বিয়া। ব্রাজিলকে ঠেসে ধরে দলটি। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়ান সার্বিয়ানরা। এ অর্ধে গোলও পেতে পারতেন তারা। তবে ৫৫ ও ৬৩ মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় গোল পাননি। সার্জেই মিলিনকোভিচের দুটি শট দারুণ দক্ষতায় সেভ করেন অ্যালিসন। সার্বিয়ার আক্রমণে খেলা জমে ওঠে। একরকম গেমই ওপেন হয়ে যায়। ফলে পাল্টা আক্রমণে উঠার সুযোগ পায় ব্রাজিল। তার সদ্ব্যবহার করতে মোটেও ভুল করেননি ২০০২ চ্যাম্পিয়নরা। ৬৮ মিনিটে দুর্দান্ত হেডে ঠিকানায় বল পাঠান থিয়াগো সিলভা। তিনি গোল করলেও এর কারিগর ছিলেন নেইমার।
উল্লেখ্য, সুইজারল্যান্ড একইদিনে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। তাই সাত পয়েন্ট নিয়ে ই গ্রুপে ব্রাজিল চ্যাম্পিয়ন এবং পাঁচ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড রানার্সআপ হয়েছে। আর বিদায় নিতে হয়েছে সার্বিয়া ও কোস্টারিকাকে। অপরদিকে বড় দলগুলোর মধ্যে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। তবে শেষ রক্ষা হয়নি জার্মানীর। শেষবার সহ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীর বিদায় হয়ে গেছে প্রথম রাউন্ড থেকেই।