বিশ্বকাপ কার—ফ্রান্স না আর্জেন্টিনার?
- প্রকাশের সময় : ০৬:৪২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ৮৭ বার পঠিত
লুসাইল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দিদিয়ের দেশমের দল। আর্জেন্টিনা দলের সামনে টানা ৩৬ বছরের বিশ্বকাপ-খরা কাটানোর সুযোগ। ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ বিশ্বকাপে সর্বশেষ শিরোপা জেতে আর্জেন্টিনা। মেসির হাত ধরে আর্জেন্টিনা কি পারবে নিজেদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ জিততে?
আর্জেন্টিনা ও ফ্রান্সের এই লড়াই লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথও। ফাইনালের মোড়কে তাঁদের লড়াইও দেখা যাবে। ‘গোল্ডেন বুট’ ও ‘গোল্ডেন বল’ জয়ের লড়াইয়েও বাকিদের চেয়ে বেশ এগিয়ে দুই তারকা। মূলত মেসি ও এমবাপ্পের খেলার ওপর আর্জেন্টিনা ও ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনার অনেকাংশই নির্ভর করছে। হুলিয়ান আলভারেজ, আঁতোয়ান গ্রিজমান, এনজো ফার্নান্দেস আর থিও এরনান্দেজরা এই দ্বৈরথের পার্শ্বচরিত্র। তাঁরাও নিজ নিজ দেশের বিজয়ে বড় ভূমিকা রাখতে পারেন।