বিশ্বকাপে ব্যাটে-বলে সেরা যারা
- প্রকাশের সময় : ০৮:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৫৬ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। রবিবার (১৯ নভেম্বর) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে অজিদের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামে বিশ্বকাপ ২০২৩ এর।
ফাইনালে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। এতে ম্যাচ সেরা হন হেড। আর টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থেকে সর্বোচ্চ রান সংগ্রহের জন্য টুর্নামেন্ট সেরা হন বিরাট কোহলি। এক নজরে চলুন দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন :
চ্যাম্পিয়ন : অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার),
রানার্স-আপ : ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার),
ফাইনালে ম্যাচসেরা : ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ),
টুর্নামেন্ট সেরা : বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ),
সবচেয়ে বেশি রান : কোহলি (১১ ইনিংসে ৭৬৫),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর : গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),
সবচেয়ে বেশি সেঞ্চুরি : কুইন্টন ডি কক (৪টি),
সবচেয়ে বেশি ফিফটি : বিরাট কোহলি (৬টি),
সবচেয়ে বেশি উইকেট : মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট),
সেরা বোলিং ফিগার : মোহাম্মদ শামি (৭/৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে),
সবচেয়ে বেশি ছক্কা : রোহিত শর্মা (৩১টি),
সবচেয়ে বেশি ক্যাচ : ড্যারিল মিচেল (১১টি),
সবচেয়ে বেশি ডিসমিসাল : কুইন্টন ডি কক (২০টি),
সর্বোচ্চ স্ট্রাইক রেট : গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭) সত্র : সাম্প্রতিক দেশকাল
হককথা/নাছরিন