বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিক’র ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত
- প্রকাশের সময় : ১০:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০১৬
- / ১০১৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিক’র নব নির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া সভায় সংগঠনের চলতি বছরের কার্যক্রম বিশেষ করে ফুটবল লীগ আয়োজন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, চলতি বছরের ফুটবল লীগে ১২টি দল অংশ নেবে বলে আগ্রহ প্রকাশ করেছে।
সিটির জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ীর চাইনিজ রেষ্টুরেন্টে ২৪ জানুয়ারী রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। খবর ইউএনএ’র।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হচ্ছেন: মনজুর আহমেদ চৌধুরী, কামাল আহমেদ, ছদরুন নূর, আব্দুর রহিম বাদশা, আতাউর রহমান সেলিম, শামসুল আবেদীন, জুলফিকার আলী, আজম চৌধুরী, হাজী এনাম, জুনেদ আহমেদ চৌধুরী ও আব্দুর নূর বড় ভূইয়া। উল্লেখ্য, এই উপদেষ্টা পরিষদ ২০১৬-২০১৭ সালের জন্য গঠিত নতুন কার্যকরী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি আব্দুল হাসিম হাসনু ও আনোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি সহ কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ এনায়েত আলী, মফিজুল ইসলাম রুমি, সাদী মিন্টু, মোহাম্মদ জাফর আহমদ, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন।