বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত
- প্রকাশের সময় : ০২:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
- / ৮০৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্পোর্টস কাউন্সিলের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক কাউন্সিলের কার্যকরী পরিষদ ১৯ সদস্য থেকে ২৩ সদস্যে উন্নীত করা হয় বলে কাউন্সিল সূত্রে জানা গেছে। ১৭ জানুয়ারী রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ীর চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পদে আব্দুল বাসিত খান বুলবুল।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতি পদে মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল বাসিত খান বুলবুলকে সর্বসম্মতিক্রমে পুননির্বাচিত এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কর্মকর্তারা হচ্ছেন: সভাপতি- মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল হাসিম হাসনু ও আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক- আব্দুল বাসিত খান বুলবুল, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ- ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক- সাইকুল ইসলাম, দপ্তর সম্পাদক- জাকির হোসেন, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি। কার্যকরী পরিষদ সদস্য- মিছবা আবদীন, ফখরুল ইসলাম দেলোয়ার, জহির উদ্দিন জুয়েল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আছাদ, মফিজুল ইসলাম রুমি, সাদী মিন্টু, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ রশিদ রানা, জে মোল্লা সানি, মোহাম্মদ জাফর আহমদ, রফিকুল ইসলাম ডালিম ও ইয়াকুত রহমান ।
স্পোর্টস কাউন্সিলের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা আগামী ২৪ জানুয়ারী রোববার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ীর পালকী পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। সভায় নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে উপস্থিত থাকার জন্য সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল অনুরোধ জানিয়েছেন।