নিউইয়র্ক ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / ৫৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:

চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) এ সিরিজে দুটি টেস্টের পাশাপাশি ছিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। কিন্তু নিউজিল্যান্ডের ঘোষিত সূচিতে নেই কোনও টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে আগামী বছরের প্রথম দিনই মাঠে নামবে দুই দল।

সূচি অনুযায়ী, দুটি টেস্ট ম্যাচ খেলতে নতুন বছরের প্রথম দিন থেকেই লড়াইয়ে নামবে দল দুটি।

ঘরের মাঠে আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। এরপর খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। উড়াল দিতে হবে প্রায় সিরিজ শেষেই। সিরিজ শুরুর আগে থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে।

মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে মঙ্গানুইতে দুটি টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। তবে ক্রাইস্টচার্চে আগেও বেশ কয়েকবার টেস্ট খেলেছে বাংলাদেশ।

গত পাঁচ বছরে দেশটি চতুর্থ বারের মতো সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে নিউজিলেনের মাটিতে এখনও কোনো জয় দেখেনি বাংলাদেশ। সবমিলিয়ে মোট ৩২ ম্যাচের সবকটিই হেরেছে টাইগাররা।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

প্রকাশের সময় : ০৪:৫০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক:

চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) এ সিরিজে দুটি টেস্টের পাশাপাশি ছিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। কিন্তু নিউজিল্যান্ডের ঘোষিত সূচিতে নেই কোনও টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে আগামী বছরের প্রথম দিনই মাঠে নামবে দুই দল।

সূচি অনুযায়ী, দুটি টেস্ট ম্যাচ খেলতে নতুন বছরের প্রথম দিন থেকেই লড়াইয়ে নামবে দল দুটি।

ঘরের মাঠে আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। এরপর খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। উড়াল দিতে হবে প্রায় সিরিজ শেষেই। সিরিজ শুরুর আগে থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে।

মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে মঙ্গানুইতে দুটি টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। তবে ক্রাইস্টচার্চে আগেও বেশ কয়েকবার টেস্ট খেলেছে বাংলাদেশ।

গত পাঁচ বছরে দেশটি চতুর্থ বারের মতো সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে নিউজিলেনের মাটিতে এখনও কোনো জয় দেখেনি বাংলাদেশ। সবমিলিয়ে মোট ৩২ ম্যাচের সবকটিই হেরেছে টাইগাররা।