বাংলাদেশ ক্রিকেট কি রাজনৈতিক প্রভাব মুক্ত?
- প্রকাশের সময় : ০৪:২০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৪৭ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : কোটি বাংলাদেশির আবেগ জড়িত ক্রিকেটের সঙ্গে। টাইগারদের জয় গোটা দেশবাসীকে আনন্দে ভাসায়। ক্রিকেট নিয়ে এক রেখায় মিলিত হই আমরা দল, মত, ধর্ম নির্বিশেষে। প্রাণের আবেগ এই ক্রিকেটে কি রাজনীতি জড়িয়ে আছে? কতোটা রাজনীতিমুক্ত বাংলাদেশের ক্রিকেট? বিশ্বকাপ স্কোয়াডে দেশসেরা ওপেনার তামিম ইকবাল না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে ব্যাপক। ক্রিকেট ও রাজনীতি নিয়ে কি বলছেন ফেসবুক ব্যবহারকারীরা- হাসিবুল হাসান বলেন, তার দীর্ঘ স্ট্যাটাসের একাংশে এক খেলোয়াড়ের নাম উল্লেখ করে লেখেন, তিনি আসলে রাজনীতিটা ভালো বোঝেন। তার খোদাপ্রদত্ত ক্রিকেট দক্ষতার পাশাপাশি রাজনীতির ব্যাপক গুণ রয়েছে। তিনি চাইলে যেকোনো খেলোয়াড়কেই ছুড়ে ফেলে দিতে পারেন।
কাফি মো. সাদ লেখেন- রাজনীতিমুক্ত ক্রিকেট চাই। ভালো পারফর্ম করলে দলে থাকবে এমন নিশ্চয়তা চাই। কতো বড় রাজনীতিবিদ হলে এত ‘নাটক’ করে শেষ মুহূর্ত পর্যন্ত স্কোয়াড ঝুলিয়ে রাখা যায়। তিনি ইংল্যান্ডের সঙ্গে বাজে পারফর্ম্যান্সের বিষয়টি তুলে বলেন- তাতে কি হয়েছে? ইংলিশ পরীক্ষায় বাঙালিদের বরাবরই খারাপ হয়।
গণমাধ্যমকর্মী রিয়াসাদ আজিম একটি ভিডিওর ক্যাপশনে লেখেন- বাংলাদেশের ক্রিকেটে মাঠের খেলার সঙ্গে মাঠের বাইরের রাজনীতির খেলা চলে প্রতিনিয়ত। সাকিব-তামিম একে অপরের সঙ্গে কথা বলেন না। পুরোনো আলোচনা, নতুনটা হলো কোচও সাবেক ক্যাপ্টেন থেকে দূরে। নিরাপদ দূরত্ব বজায় রাখেন সচেতনভাবে। আচ্ছা হাথুরুসিংহে কি তার সঙ্গে যারা নিজ থেকে যোগাযোগ করেন না সেই ক্রিকেটারদের সঙ্গে কন্টাক্ট করেন না। সূত্র : মানবজমিন