নিউইয়র্ক ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মার্শ-ওয়ার্ন স্মরণে এক মিনিট নীরবতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ৬০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও নিজের সময়ের সেরা উইকেটরক্ষক রডনি মার্শের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বিসিবি।
ম্যাচটি আজ শনিবার (৫ মার্চ) বেলা ৩টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৫২ বছর বয়সী শেন ওয়ার্নকে সর্বকালের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। তার হঠাৎ মৃত্যুতে ক্রিকেট বিশ্বজুড়ে বইছে শোকের মাতম।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে অচেতন অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও আর ফেরানো যায়নি।
এক বিবৃতিতে বলা হয়, পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
ওয়ার্ন ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে তিনি ২৯৩ উইকেট নিয়েছেন। তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৯৯২ সালে এবং সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০০৭ সালে। তবে ২০১৩ সালে ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যান।
গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর মার্শকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আর ফিরতে পারেননি ৭৪ বছর বয়সী সাবেক কিপার-ব‍্যাটসম‍্যান।
হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মার্শ-ওয়ার্ন স্মরণে এক মিনিট নীরবতা

প্রকাশের সময় : ০৮:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও নিজের সময়ের সেরা উইকেটরক্ষক রডনি মার্শের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বিসিবি।
ম্যাচটি আজ শনিবার (৫ মার্চ) বেলা ৩টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৫২ বছর বয়সী শেন ওয়ার্নকে সর্বকালের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। তার হঠাৎ মৃত্যুতে ক্রিকেট বিশ্বজুড়ে বইছে শোকের মাতম।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে অচেতন অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও আর ফেরানো যায়নি।
এক বিবৃতিতে বলা হয়, পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
ওয়ার্ন ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে তিনি ২৯৩ উইকেট নিয়েছেন। তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৯৯২ সালে এবং সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০০৭ সালে। তবে ২০১৩ সালে ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যান।
গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর মার্শকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আর ফিরতে পারেননি ৭৪ বছর বয়সী সাবেক কিপার-ব‍্যাটসম‍্যান।
হককথা/এমউএ