বাংলাদেশকে ধন্যবাদ জানালো আর্জেন্টিনা
- প্রকাশের সময় : ০২:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪১ বার পঠিত
ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনায় বিমোহিত হয়েছিল আর্জেন্টিনার ফুটবল দল, কোচ লিওনেল স্কালোনি ও মহাতারকা লিওনেল মেসি। বাংলাদেশের ভক্ত অনুসারিদের কৃতজ্ঞতাও জানিয়েছিলেন তারা। সেই সূত্রে আর্জেন্টিনার সঙ্গে এক আত্মিক বন্ধন তৈরি হয়েছে বাংলাদেশের। সম্প্রতি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ অনুষ্ঠিত হয়েছে। সেখানে আর্জেন্টিনার পতাকার সাথে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করেছেন তারা। বাংলাদেশকে ধন্যবাদ ও সম্মাননাও জানিয়েছেন।
পরে লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেই সময়ের ধারন করা ছবি পোস্ট করা হয়েছে। পোস্টে ছবির সাথে লেখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’ গত বছর কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু বাংলাদেশি সমর্থকদের প্রতি এখনো কৃতজ্ঞতা অব্যাহত রেখেছে দেশটি। তাদের ‘ওলে’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ‘হ্যাঁ, আমি তাদের (বাংলাদেশের) সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, এটি সত্যিই দারুণ। সূত্রঃ সাম্প্রতিক দেশকাল