বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে ঢাকা

- প্রকাশের সময় : ০৯:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ৮৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : বাঁচা-মরার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
কোয়ালিফায়ার নিশ্চিত করা ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটাতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ, হারলেও সম্ভাবনা একেবারেই শেষ হবে না। এক্ষেত্রে ঢাকাকে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দিকে।
আগামীকাল শনিবার খুলনা যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারে আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি সিলেট সানরাইজার্সের কাছে হারে তাহলে কেবল প্লে-অফে যাবে ঢাকা। তাই বলাই যায় হারলে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে তারকাবহুল ঢাকাকে।
মিনিস্টার গ্রুপ: মাহমুদ উল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, জহুরুল ইসলাম (উইকেট-রক্ষক), শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শামসুর রহমান শুভ, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, কায়েস আহমেদ।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেট-রক্ষক), মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
হককথা/এমউএ