নিউইয়র্ক ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফ্রি-কিকের গোলে জিতল সার্বিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • / ৪১৬ বার পঠিত

হককথা ডেস্ক: ফ্রি-কিক থেকে পাওয়া একমাত্র গোলে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে শনিবার (১৬ জুন) কোস্টারিকাকে হারিয়েছে সার্বিয়া। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কোস্টারিকার খেলায় ছিলো না আগের সেই ধার, ভালো দল হিসেবেই জয় পেয়েছে সার্বিয়া। এক বিশ্বকাপ বিরতির পর সুযোগ পাওয়া সার্বিয়া এদিন শুরুতে কিছুক্ষণ ছন্দহীন থাকলেও যতই সময় গড়িয়েছে তাদের বলের ওপর দখল বেড়েছে। ৫৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেছেন আলেকজান্ডার কোলারভ।

ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। এসময় উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সফলতা পায়নি। ৫৫ মিনিটে ডেভিড গুজম্যান ডি বক্সের একটু বাইরে ফাউল করে কার্ড দেখেন, ফ্রি-কিকও পেয়ে যায় সার্বিয়া। সেই ফ্রি-কিকেই দুর্দান্ত এক গোল করেন কোলারভ। সার্বিয়া অধিনায়কের বক্সের বাইরে থেকে নেয়া বাঁ পায়ের বাঁকানো শট কোস্টারিকার গোলপোস্টের ডান কোণ দিয়ে ঢুকে যায় (১-০)। এরপর কোস্টারিকা গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি। মাঠে আধিপত্য ছিলো সার্বদেরই। শেষ পর্যন্ত তারাই হাসিমুখে মাঠ ছাড়ে। (নয়া দিগন্ত)

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ফ্রি-কিকের গোলে জিতল সার্বিয়া

প্রকাশের সময় : ০৫:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

হককথা ডেস্ক: ফ্রি-কিক থেকে পাওয়া একমাত্র গোলে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে শনিবার (১৬ জুন) কোস্টারিকাকে হারিয়েছে সার্বিয়া। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কোস্টারিকার খেলায় ছিলো না আগের সেই ধার, ভালো দল হিসেবেই জয় পেয়েছে সার্বিয়া। এক বিশ্বকাপ বিরতির পর সুযোগ পাওয়া সার্বিয়া এদিন শুরুতে কিছুক্ষণ ছন্দহীন থাকলেও যতই সময় গড়িয়েছে তাদের বলের ওপর দখল বেড়েছে। ৫৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেছেন আলেকজান্ডার কোলারভ।

ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। এসময় উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সফলতা পায়নি। ৫৫ মিনিটে ডেভিড গুজম্যান ডি বক্সের একটু বাইরে ফাউল করে কার্ড দেখেন, ফ্রি-কিকও পেয়ে যায় সার্বিয়া। সেই ফ্রি-কিকেই দুর্দান্ত এক গোল করেন কোলারভ। সার্বিয়া অধিনায়কের বক্সের বাইরে থেকে নেয়া বাঁ পায়ের বাঁকানো শট কোস্টারিকার গোলপোস্টের ডান কোণ দিয়ে ঢুকে যায় (১-০)। এরপর কোস্টারিকা গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি। মাঠে আধিপত্য ছিলো সার্বদেরই। শেষ পর্যন্ত তারাই হাসিমুখে মাঠ ছাড়ে। (নয়া দিগন্ত)