নিউইয়র্ক ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করলো ফিফা-উয়েফা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১২৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : রাশিয়া জাতীয় ফুটবল দল ও দেশটির সব ক্লাবকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ও ইউরোপিয়ান ফুটবল সংস্থা।
ইউক্রেনের ওপর হামলার প্রেক্ষিতে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা দুটি। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সব আন্তর্জাতিক ফেডারেশনকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করার আহবান জানায়।
এই নিষেধাজ্ঞার নির্দিষ্ট কোনও সময় বেধে দেওয়া হয়নি। সংস্থা দুটি জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এই নিষেধাজ্ঞার ধাক্কায় চলতি বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে খেলা হচ্ছে না রাশিয়ার পুরুষ ফুটবল দলের। রাশিয়ার মেয়েদের দল খেলতে পারবে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।
সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে খেলার কথা ছিল রাশিয়ার। ওই ম্যাচ জিতলে ২৯ মার্চ ঘরের মাঠেই তাদের ম্যাচ ছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। কিন্তু এই দুই দেশ রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়।
ক্লাব পর্যায়েও প্রভাব পড়েছে প্রবল। ইউরোপা লিগ থেকে বাদ পড়েছে দেশটির ক্লাব স্পার্তাক মস্কো। টুর্নামেন্টের নকআউট রাউন্ডে জার্মান ক্লাব লাইপজিগকে পেয়েছিল তারা। লাইপজিক তাই না খেলেই উঠে যাচ্ছে শেষ আটে।
সোমবার রাতে এক বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সব মানুষের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করলো ফিফা-উয়েফা

প্রকাশের সময় : ১১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : রাশিয়া জাতীয় ফুটবল দল ও দেশটির সব ক্লাবকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ও ইউরোপিয়ান ফুটবল সংস্থা।
ইউক্রেনের ওপর হামলার প্রেক্ষিতে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা দুটি। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সব আন্তর্জাতিক ফেডারেশনকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করার আহবান জানায়।
এই নিষেধাজ্ঞার নির্দিষ্ট কোনও সময় বেধে দেওয়া হয়নি। সংস্থা দুটি জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এই নিষেধাজ্ঞার ধাক্কায় চলতি বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে খেলা হচ্ছে না রাশিয়ার পুরুষ ফুটবল দলের। রাশিয়ার মেয়েদের দল খেলতে পারবে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।
সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে খেলার কথা ছিল রাশিয়ার। ওই ম্যাচ জিতলে ২৯ মার্চ ঘরের মাঠেই তাদের ম্যাচ ছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। কিন্তু এই দুই দেশ রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়।
ক্লাব পর্যায়েও প্রভাব পড়েছে প্রবল। ইউরোপা লিগ থেকে বাদ পড়েছে দেশটির ক্লাব স্পার্তাক মস্কো। টুর্নামেন্টের নকআউট রাউন্ডে জার্মান ক্লাব লাইপজিগকে পেয়েছিল তারা। লাইপজিক তাই না খেলেই উঠে যাচ্ছে শেষ আটে।
সোমবার রাতে এক বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সব মানুষের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।
হককথা/এমউএ