ফুটবলার রজনীকান্তের পাশে প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ৪৭ বার পঠিত
স্পোটর্স ডেস্ক : জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনীকান্ত বর্মনসহ চারজন ক্রীড়াবিদ ও সংগঠককে মোট ৫৯ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক এই সহায়তার অর্থের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধানমন্ত্রীর অনুদানের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনীকান্ত বর্মনকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার হোসেনকে ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ফ্ল্যাট, আবাহনী ক্রীড়াচক্রের কর্মচারী মো. তারেকুল ইসলাম লিটনকে ২ লাখ টাকা ও মো. আতাউল ইসলামকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে।
নব্বই দশকের শেষ দিক থেকে শুরু করে একযুগেরও বেশি সময় বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্স আগলে রেখেছেন রজনীকান্ত। অধিনায়ক হিসেবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে বাংলাদেশ দলকে দিয়েছেন ট্রফি উপহার।
বছরখানেক আগে এক দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর কারও সাহায্য ছাড়া চলতে পারেন না তিনি। সেই পায়ের চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পিঙ্গাবহ গ্রামে নিভৃত গ্রামে দিন-রাত কাটছে রজনীর। তার এই দুঃসহ জীবন-যাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে যুবও ক্রীড়া মন্ত্রানালয় অস্বচ্ছল রজনী কান্ত বর্মনের পাশে দাঁড়িয়েছে।
ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছন যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘প্রায় প্রতিমাসেই মাননীয় প্রধানমন্ত্রী অসহায়, অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা করে চলেছেন। আমরা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’-সূত্র : সমকাল
নাসরিন /হককথা