প্রেসবক্সে সাংবাদিকের ভূমিকায় ভিন্ন অনুভূতি আশরাফুলের

- প্রকাশের সময় : ০৫:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১০৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ক্রিকেটার থেকে কমেন্টেটর হয়েছেন এই সংখ্যাটা অনেক। তবে ক্রিকেট ছেড়ে সাংবাদিকতায় নাম লেখানো খুব বেশি খেলোয়াড় নেই। ইংল্যান্ডের মাইক আথারটনকে এই ভূমিকাতে নিয়মিত দেখা যায়। জাতীয় দলের ক্রিকেট ছেড়ে সাংবাদিকতায় নাম লিখিয়েছেন, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এমন কেউ এতদিন ছিলেন না। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিশ্বে প্রথম বাংলাদেশি সুপারস্টারের খ্যাতি পাওয়া মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করলেন ভারতে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। আজ তিনি হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামের প্রেসবক্সে বসেছেন একজন সংবাদকর্মী হিসেবেই। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে প্রেসবক্সে বসে আশরাফুল জানালেন তার ভিন্ন অনুভূতির কথা। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘কখনো সাংবাদিক হিসেবে প্রেসবক্সে বসার সুযোগ হয়নি। এই প্রথম তাই অনুভূতিটাও ভিন্ন ধরণের।
খুব ভালো লাগছে। এতদিন সংবাদকর্মীরা আমাকে যেভাবে দেখেছে, এবার আমিও আমার দলের ক্রিকেটারদের সেভাবে দেখবো। এটা একটা ভালো লাগার বিষয়ও।’ সূত্র : মানবজমিন