নিউইয়র্ক ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পুরনো সৈন্যদের কাছে হায়দ্রাবাদের পরাজয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • / ৫৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দলের সাবেক খেলোয়াড়দের দাপটের কারণেই গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। গতকাল বুধবার (২৭ এপ্রিল) ওয়াংখেড়ে পাঁচ উইকেটে হায়দ্রাবাদকে হারিয়েছে গুজরাত।
হায়দ্রাবাদের হয়ে এক সময় ম্যাচ জেতাতেন ঋদ্ধিমান সাহা ও রশিদ খানরা। তারা এবারের আসরে খেলছেন গুজরাতে হয়ে।
গতকাল হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নামে। প্রথমে বল করে রশিদ খান দিলেন ৪৫ রান। চার ওভার বল করে হায়দ্রাবাদের একটি উইকেটও নিতে পারেননি আফগান স্পিনার। পুরনো দলের বিরুদ্ধে বল হাতে একে বারেই ব্যর্থ হন রশিদ। তবে ব্যাট হাতে তা পুষিয়ে দিয়েছেন তিনি।
হায়দ্রাবাদের কেন উইলিয়ামসন এবং রাহুল ত্রিপাঠীকে শুরুতেই ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। সেখান থেকেই ৯৬ রানের জুটি গড়েন অভিষেক এবং মার্করাম। হায়দ্রাবাদ ছয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৫ রান করে।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ১০ রান প্রতি ওভার লক্ষ্য মাথায় নিয়ে খেলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। কিন্তু উমরান মালিকের গতির সামনে পরাস্ত হতে হয় শুভমানকে। বুধবার হায়দ্রাবাদের হয়ে একাই পাঁচটি উইকেট নিয়েছেন উমরান। অবশ্য তার দলের আর কোনো বোলার উইকেট পাননি। চার ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। কিন্তু তার দল জিততে পারেনি।
ঋদ্ধিমান ৬৮ রান করে যখন ফিরছেন, গুজরাতের তখনও জয়ের জন্য ৭৪ রান প্রয়োজন। শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে উভয় দল। শেষ ওভারে এক দিকে বল হাতে তরুণ জানসেন, অন্য দিকে ব্যাট হাতে রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান। ওভারের প্রথম বলে ছয় মেরে হায়দ্রাবাদকে চাপে ফেলে দেন রাহুল। এর পর এক রান নিয়ে রশিদের কাঁধে দায়িত্ব তুলে দেন তিনি। বল হাতে প্রচুর রান দিয়ে ফেলা রশিদ বাকি কাজটা করলেন ব্যাট হাতে। তিনটি ছয় মেরে দলকে জেতান রশিদ।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পুরনো সৈন্যদের কাছে হায়দ্রাবাদের পরাজয়

প্রকাশের সময় : ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : দলের সাবেক খেলোয়াড়দের দাপটের কারণেই গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। গতকাল বুধবার (২৭ এপ্রিল) ওয়াংখেড়ে পাঁচ উইকেটে হায়দ্রাবাদকে হারিয়েছে গুজরাত।
হায়দ্রাবাদের হয়ে এক সময় ম্যাচ জেতাতেন ঋদ্ধিমান সাহা ও রশিদ খানরা। তারা এবারের আসরে খেলছেন গুজরাতে হয়ে।
গতকাল হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নামে। প্রথমে বল করে রশিদ খান দিলেন ৪৫ রান। চার ওভার বল করে হায়দ্রাবাদের একটি উইকেটও নিতে পারেননি আফগান স্পিনার। পুরনো দলের বিরুদ্ধে বল হাতে একে বারেই ব্যর্থ হন রশিদ। তবে ব্যাট হাতে তা পুষিয়ে দিয়েছেন তিনি।
হায়দ্রাবাদের কেন উইলিয়ামসন এবং রাহুল ত্রিপাঠীকে শুরুতেই ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। সেখান থেকেই ৯৬ রানের জুটি গড়েন অভিষেক এবং মার্করাম। হায়দ্রাবাদ ছয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৫ রান করে।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ১০ রান প্রতি ওভার লক্ষ্য মাথায় নিয়ে খেলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। কিন্তু উমরান মালিকের গতির সামনে পরাস্ত হতে হয় শুভমানকে। বুধবার হায়দ্রাবাদের হয়ে একাই পাঁচটি উইকেট নিয়েছেন উমরান। অবশ্য তার দলের আর কোনো বোলার উইকেট পাননি। চার ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। কিন্তু তার দল জিততে পারেনি।
ঋদ্ধিমান ৬৮ রান করে যখন ফিরছেন, গুজরাতের তখনও জয়ের জন্য ৭৪ রান প্রয়োজন। শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে উভয় দল। শেষ ওভারে এক দিকে বল হাতে তরুণ জানসেন, অন্য দিকে ব্যাট হাতে রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান। ওভারের প্রথম বলে ছয় মেরে হায়দ্রাবাদকে চাপে ফেলে দেন রাহুল। এর পর এক রান নিয়ে রশিদের কাঁধে দায়িত্ব তুলে দেন তিনি। বল হাতে প্রচুর রান দিয়ে ফেলা রশিদ বাকি কাজটা করলেন ব্যাট হাতে। তিনটি ছয় মেরে দলকে জেতান রশিদ।
হককথা/এমউএ