পিএসজির সঙ্গে চুক্তিতে মেসির নতুন শর্ত
- প্রকাশের সময় : ০১:২৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৯১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির জীবনী লেখক গিলেম বালাগ পিএসজির সঙ্গে আর্জেন্টিনার ফুটবলারের চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন। তার দাবি, মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি ডিরেক্টর লুই কাম্পেসোর কথাবার্তা চলছে। মেসি যে পিএসজিতেই থাকতে চান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু চুক্তি সই করার আগে অনেক শর্ত চাপাতে চলেছেন তিনি। তার মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে।
কিলিয়ান এমবাপ্পে চাইছেন পিএসজির সর্বেসর্বা হয়ে উঠতে। ধারনা করা হচ্ছে, তিনি নাকি চাইছেন সব আর্জেন্টাইনকে তাড়াতে। এ খবর কানে আসার পরেই নিজের কাজ শুরু করে দিয়েছেন লিওনেল মেসি। প্যারিসের ক্লাবের সঙ্গে তিনিও দর বাড়াতে শুরু করেছেন। এমবাপ্পে যদি রাজা হয়ে উঠতে চান, তা হলে মেসিও যে সাধারণ প্রজার মতো বসে থাকবেন না, এটা এখনই বলে দেওয়া যায়।
আরোও পড়ুন। ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে মেসিই ফেভারিট
বালাগের দাবি, যদি এমবাপে ক্লাব ছাড়েন, যদি কাতার আর পিএসজিতে বিনিয়োগ না করে বা আর্থিক কারণে পিএসজি যদি মেসি বা অন্য কোনও ফুটবলারকে বিক্রি করে, তার প্রতিফলন কী হতে পারে, এ সবই আগে জেনে নিতে চাইছেন মেসি। তারপরেই চুক্তিতে সই করবেন। বালাগ এটাও জানিয়েছেন, চুক্তি নিয়ে কথা চলছে মানেই মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। যার সঙ্গে কথা চলছে, সেই কাম্পোসই হয়তো ক্লাব ছাড়তে পারেন। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কাতারের মালিকরা কী বলছেন, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। সূত্র : সাম্প্রতিক দেশকাল
সুমি/হককথা