নিউইয়র্ক ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পিএসজির শিরোপা যাত্রায় মেসির সামনে নতুন রেকর্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ৪৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : আজ ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং টেবিলে তলানিতে থাকা অসের বিপক্ষে। এবারের মৌসুমে পিএসজির ৩৬তম লিগ ম্যাচ এটি। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি জিতলে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হবে মেসি-এমবাপেদের। অন্যদিকে পিএসজি লিগ জিতলে রেকর্ড গড়বেন লিওনেল মেসি।

ফরাসি ক্লাবটি লিগ জিতলে তাদের রেকর্ড ১১তম শিরোপা ঘরে উঠবে। অপরদিকে মেসির ব্যাক্তিগত তালিকায় উঠবে ৪৩তম শিরোপা। আর এতেই যৌথভাবে ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসের সাথে শীর্ষে উঠে যাবেন মেসি। কেননা আলভেসের ঝুলিতেও রয়েছে ৪৩টি শিরোপা। এদিকে ইতিমধ্যে ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি ক্লবাটি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, সার্জিও রামোসের মতো তারকারা। ব্রাজিলীয় তারকা নেইমার দলে নেই আরো আগে থেকেই। চোটের কারণে তার মৌসুমই শেষ হয়ে গেছে।

আরোও পড়ুন । অনুশীলনে জলপাই গাছ ও কুকুর কেন আনতেন আর্সেনাল কোচ?

অসেরের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে গালতিয়েরের দল। দুই দলের ৭৪টি ম্যাচের মধ্যে ৩২টি জয় আছে পিএসজির। লিগ ওয়ানে এ মৌসুমে ১৩ টি অ্যাওয়ে ম্যাচে জয় আছে তাদের। তাই কিছুটা হলেও নির্ভার থাকতে পারেন ফরাসি ক্লাবটি। তবে সেসব একপাশে রেখে আপাতত পিএসজিতে বইছে স্বস্তির হাওয়া। কেননা অসেরের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী পুরো দল। শেষ ম্যাচে অ্যাজাকসিওর বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে পিএসজি। ৫-০ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। তাই লিগে দুই দলের প্রথম দেখায় বড় জয় আশা জাগাচ্ছে মেসি-এমবাপেদের। সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পিএসজির শিরোপা যাত্রায় মেসির সামনে নতুন রেকর্ড

প্রকাশের সময় : ০১:৩১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : আজ ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং টেবিলে তলানিতে থাকা অসের বিপক্ষে। এবারের মৌসুমে পিএসজির ৩৬তম লিগ ম্যাচ এটি। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি জিতলে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হবে মেসি-এমবাপেদের। অন্যদিকে পিএসজি লিগ জিতলে রেকর্ড গড়বেন লিওনেল মেসি।

ফরাসি ক্লাবটি লিগ জিতলে তাদের রেকর্ড ১১তম শিরোপা ঘরে উঠবে। অপরদিকে মেসির ব্যাক্তিগত তালিকায় উঠবে ৪৩তম শিরোপা। আর এতেই যৌথভাবে ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসের সাথে শীর্ষে উঠে যাবেন মেসি। কেননা আলভেসের ঝুলিতেও রয়েছে ৪৩টি শিরোপা। এদিকে ইতিমধ্যে ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি ক্লবাটি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, সার্জিও রামোসের মতো তারকারা। ব্রাজিলীয় তারকা নেইমার দলে নেই আরো আগে থেকেই। চোটের কারণে তার মৌসুমই শেষ হয়ে গেছে।

আরোও পড়ুন । অনুশীলনে জলপাই গাছ ও কুকুর কেন আনতেন আর্সেনাল কোচ?

অসেরের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে গালতিয়েরের দল। দুই দলের ৭৪টি ম্যাচের মধ্যে ৩২টি জয় আছে পিএসজির। লিগ ওয়ানে এ মৌসুমে ১৩ টি অ্যাওয়ে ম্যাচে জয় আছে তাদের। তাই কিছুটা হলেও নির্ভার থাকতে পারেন ফরাসি ক্লাবটি। তবে সেসব একপাশে রেখে আপাতত পিএসজিতে বইছে স্বস্তির হাওয়া। কেননা অসেরের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী পুরো দল। শেষ ম্যাচে অ্যাজাকসিওর বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে পিএসজি। ৫-০ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। তাই লিগে দুই দলের প্রথম দেখায় বড় জয় আশা জাগাচ্ছে মেসি-এমবাপেদের। সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা