নিউইয়র্ক ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তান ক্রিকেটের ঝড় নিয়ে মুখ খুললেন মিয়াঁদাদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ১১৩ বার পঠিত

পাকিস্তান ক্রিকেট দলএএফপি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে একটা ঝড়ই বয়ে গেল। বিশ্বকাপ–ব্যর্থতায় অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক সরে দাঁড়ালেন। ইনজামামকে তো বিশ্বকাপের মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছে। কোচিং স্টাফেও এসেছে রদবদল। এসব পরিবর্তন নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ছিলেন বেশ সরব। তবে একজন এসব নিয়ে তেমন একটা মাথা ঘামাননি। পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়াঁ’খ্যাত জাভেদ মিয়াঁদাদকে এসব নিয়ে কথা বলতে দেখা যায়নি। অবশেষ তিনি মুখ খুলেছেন। জিও নিউজে এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

বাবর মূলত নিজেই পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়েছেন। তবে সেটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নয়। বাবর অধিনায়কত্ব না ছাড়লে তাঁকে বরখাস্ত করা হতো বলেই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর। তাই নিজেই সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

বাবরের সঙ্গে এমন আচরণ সঠিক মনে হয়নি মিয়াঁদাদের, ‘বাবরকে অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হয়নি। খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দিতে হবে। একজন ভালো ম্যানেজার রাখা যেত, যার কাজ হতো বাবরকে শক্তিশালী অধিনায়ক হিসেবে গড়ে তোলা। পিসিবি বাবরের সঙ্গে যে আচরণ করেছে, তা দুঃখজনক।’

বিশ্বকাপে বাবর নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৯ ম্যাচে করেছেন মাত্র ৩২০ রান। শতক নেই, করেছেন চারটি অর্ধশতক। বাবরের ব্যাটিংয়ে কিছু সমস্যা খুঁজে পেয়েছেন মিয়াঁদাদ, ‘বাবর বোলারের ওপর চড়াও হয় না, যেটা ব্যাটিংয়ের ছন্দে প্রভাব ফেলে। ওর প্রতিভা অনেক, তবে কৌশলে কিছুটা পরিবর্তন আনতে হবে; বিশেষ করে ব্যাটিংয়ের সময়ে শরীরের অবস্থানে। কেউই নিখুঁত নয়। বাবরের সামর্থ্য আছে, তবে ওর ভুলগুলো নেটে ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই। ও একই ভুল তাই বারবার করছে। নেটে ভুল শোধরানো থেকেই আত্মবিশ্বাস আসে।’

পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদটুইটার

বাবর চাইলে তাঁর সঙ্গে কাজ করতেও রাজি মিয়াঁদাদ, ‘বাবর পরামর্শ চাইলে আমি দিতে প্রস্তুত। এই দেশ আমাকে সব দিয়েছে। যেকোনো খেলোয়াড়কে সঠিক পথ দেখাতে আমি প্রস্তুত। তবে কেউ যদি না আসে, আমি কী করতে পারি?’

ইনজামামের জায়গায় পাকিস্তানের নির্বাচক হয়েছেন ওয়াহাব রিয়াজ। ৩৮ বছর বয়সী ওয়াহাব এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন ওয়াহাব। পিসিবির এই সিদ্ধান্তে খেপেছেন মিয়াঁদাদ।

তিনি প্রশ্ন তুলেছেন ওয়াহাবের ক্রিকেট ক্যারিয়ার নিয়েই, ‘ইকবাল কাসিম, মুশতাক মোহাম্মদ, সাদিক মোহাম্মদ, হারুন রশিদ, শোয়েব মোহাম্মদদের মতো ক্রিকেটাররা থাকতে পিসিবি কিছুদিন আগে অবসর নেওয়া একজনকে নির্বাচক বানিয়েছে। ওয়াহাব রিয়াজ কত ক্রিকেট খেলেছে? আমার কোনো পদ প্রয়োজন নেই, কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো মানুষদের সামনে নিয়ে আসতে হবে।’

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের দিকে ইঙ্গিত করে বড়ে মিয়াঁ বলেছেন, ‘বর্তমানে পাকিস্তানের ক্রিকেট দেখছে সুপারমিলের মালিকেরা।’

সত্র : প্রথম আলো

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তান ক্রিকেটের ঝড় নিয়ে মুখ খুললেন মিয়াঁদাদ

প্রকাশের সময় : ০৪:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে একটা ঝড়ই বয়ে গেল। বিশ্বকাপ–ব্যর্থতায় অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক সরে দাঁড়ালেন। ইনজামামকে তো বিশ্বকাপের মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছে। কোচিং স্টাফেও এসেছে রদবদল। এসব পরিবর্তন নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ছিলেন বেশ সরব। তবে একজন এসব নিয়ে তেমন একটা মাথা ঘামাননি। পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়াঁ’খ্যাত জাভেদ মিয়াঁদাদকে এসব নিয়ে কথা বলতে দেখা যায়নি। অবশেষ তিনি মুখ খুলেছেন। জিও নিউজে এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

বাবর মূলত নিজেই পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়েছেন। তবে সেটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নয়। বাবর অধিনায়কত্ব না ছাড়লে তাঁকে বরখাস্ত করা হতো বলেই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর। তাই নিজেই সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

বাবরের সঙ্গে এমন আচরণ সঠিক মনে হয়নি মিয়াঁদাদের, ‘বাবরকে অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হয়নি। খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দিতে হবে। একজন ভালো ম্যানেজার রাখা যেত, যার কাজ হতো বাবরকে শক্তিশালী অধিনায়ক হিসেবে গড়ে তোলা। পিসিবি বাবরের সঙ্গে যে আচরণ করেছে, তা দুঃখজনক।’

বিশ্বকাপে বাবর নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৯ ম্যাচে করেছেন মাত্র ৩২০ রান। শতক নেই, করেছেন চারটি অর্ধশতক। বাবরের ব্যাটিংয়ে কিছু সমস্যা খুঁজে পেয়েছেন মিয়াঁদাদ, ‘বাবর বোলারের ওপর চড়াও হয় না, যেটা ব্যাটিংয়ের ছন্দে প্রভাব ফেলে। ওর প্রতিভা অনেক, তবে কৌশলে কিছুটা পরিবর্তন আনতে হবে; বিশেষ করে ব্যাটিংয়ের সময়ে শরীরের অবস্থানে। কেউই নিখুঁত নয়। বাবরের সামর্থ্য আছে, তবে ওর ভুলগুলো নেটে ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই। ও একই ভুল তাই বারবার করছে। নেটে ভুল শোধরানো থেকেই আত্মবিশ্বাস আসে।’

পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদটুইটার

বাবর চাইলে তাঁর সঙ্গে কাজ করতেও রাজি মিয়াঁদাদ, ‘বাবর পরামর্শ চাইলে আমি দিতে প্রস্তুত। এই দেশ আমাকে সব দিয়েছে। যেকোনো খেলোয়াড়কে সঠিক পথ দেখাতে আমি প্রস্তুত। তবে কেউ যদি না আসে, আমি কী করতে পারি?’

ইনজামামের জায়গায় পাকিস্তানের নির্বাচক হয়েছেন ওয়াহাব রিয়াজ। ৩৮ বছর বয়সী ওয়াহাব এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন ওয়াহাব। পিসিবির এই সিদ্ধান্তে খেপেছেন মিয়াঁদাদ।

তিনি প্রশ্ন তুলেছেন ওয়াহাবের ক্রিকেট ক্যারিয়ার নিয়েই, ‘ইকবাল কাসিম, মুশতাক মোহাম্মদ, সাদিক মোহাম্মদ, হারুন রশিদ, শোয়েব মোহাম্মদদের মতো ক্রিকেটাররা থাকতে পিসিবি কিছুদিন আগে অবসর নেওয়া একজনকে নির্বাচক বানিয়েছে। ওয়াহাব রিয়াজ কত ক্রিকেট খেলেছে? আমার কোনো পদ প্রয়োজন নেই, কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো মানুষদের সামনে নিয়ে আসতে হবে।’

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের দিকে ইঙ্গিত করে বড়ে মিয়াঁ বলেছেন, ‘বর্তমানে পাকিস্তানের ক্রিকেট দেখছে সুপারমিলের মালিকেরা।’

সত্র : প্রথম আলো

হককথা/নাছরিন