নিউইয়র্ক ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তানের দেওয়া এশিয়া কাপের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৬৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন হয় না প্রায় এক দশক হয়েছে। যার জের ধরে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে যখন চলছে নানা জল্পনা-কল্পনা, এর মাঝে নতুন খবর-পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ঝামেলা আরও বাড়িয়ে তুলতে পারে দেশটিতে। তাই ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে হাইব্রিড মডেলের প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ‘না’ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানায় ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেবাজের এক প্রতিবেদনে।

এছাড়া পিসিবির হাইবোর্ড মডেলে আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। ক্রিকইনফো জানাচ্ছে, হাইব্রিড মডেলে খেলতে আগ্রহী না হলেও পাকিস্তানে খেলতে কোনো সমস্যা নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার। পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যুর আয়োজন করা হবে। যা হতে পারে আরব আমিরাতে। মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। যেখানে তারা আরব আমিরাতে এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজন করার দাবি তোলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের একটি অংশ আয়োজনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

আরোও পড়ুন । ‘হাইব্রিড’ মডেলের এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার আপত্তি

ক্রিকেবাজের প্রতিবেদনে জানায়, বিশ্বকাপের মাত্র এক মাস আগে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলটি চ্যালেঞ্জইং বলে জানিয়েছে বিসিবি ও এসএলসি। কারণ এক টুর্নামেন্টের জন্য তখন দুই দেশেই যাতায়াত করতে হবে। এছাড়া দুই বোর্ডই আরব আমিরাতে সেপ্টেম্বরের অত্যধিক গরমকে কারণ হিসেবে উল্লেখ করেছে। লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, ‘আমরা এসিসিকে চিঠি দিয়ে বলেছি যে আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে। এর বাইরে, এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম।’ এদিকে পাকিস্তানি মিডিয়ার দাবি, এশিয়া কাপ বাতিল হলে বিকল্প একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সবকিছু গুছিয়ে রেখেছে পিসিবি। অন্যদিকে, এশিয়া কাপ বাতিলের পর ওই সময় ভারত বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেছে। সূত্র : ঢাকা মেইল

বেলী /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তানের দেওয়া এশিয়া কাপের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

প্রকাশের সময় : ০২:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন হয় না প্রায় এক দশক হয়েছে। যার জের ধরে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে যখন চলছে নানা জল্পনা-কল্পনা, এর মাঝে নতুন খবর-পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ঝামেলা আরও বাড়িয়ে তুলতে পারে দেশটিতে। তাই ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে হাইব্রিড মডেলের প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ‘না’ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানায় ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেবাজের এক প্রতিবেদনে।

এছাড়া পিসিবির হাইবোর্ড মডেলে আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। ক্রিকইনফো জানাচ্ছে, হাইব্রিড মডেলে খেলতে আগ্রহী না হলেও পাকিস্তানে খেলতে কোনো সমস্যা নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার। পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যুর আয়োজন করা হবে। যা হতে পারে আরব আমিরাতে। মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। যেখানে তারা আরব আমিরাতে এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজন করার দাবি তোলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের একটি অংশ আয়োজনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

আরোও পড়ুন । ‘হাইব্রিড’ মডেলের এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার আপত্তি

ক্রিকেবাজের প্রতিবেদনে জানায়, বিশ্বকাপের মাত্র এক মাস আগে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলটি চ্যালেঞ্জইং বলে জানিয়েছে বিসিবি ও এসএলসি। কারণ এক টুর্নামেন্টের জন্য তখন দুই দেশেই যাতায়াত করতে হবে। এছাড়া দুই বোর্ডই আরব আমিরাতে সেপ্টেম্বরের অত্যধিক গরমকে কারণ হিসেবে উল্লেখ করেছে। লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, ‘আমরা এসিসিকে চিঠি দিয়ে বলেছি যে আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে। এর বাইরে, এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম।’ এদিকে পাকিস্তানি মিডিয়ার দাবি, এশিয়া কাপ বাতিল হলে বিকল্প একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সবকিছু গুছিয়ে রেখেছে পিসিবি। অন্যদিকে, এশিয়া কাপ বাতিলের পর ওই সময় ভারত বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেছে। সূত্র : ঢাকা মেইল

বেলী /হককথা