পরিসংখ্যানেও এগিয়ে টাইগাররা

- প্রকাশের সময় : ০৩:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১০৩ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জন্য এটা স্রেফ নিয়মরক্ষার সিরিজ হলেও আইরিশদের জন্য মহাগুরুত্বপূর্ণ। এই সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে আয়ারল্যান্ড। সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৭ নম্বর দল বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আগেই। ২০০৭ বিশ্বকাপে প্রথমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামে বাংলাদেশ। সেবার বিশ্বকাপে ভারতকে হারিয়ে চমক দেওয়া টাইগাররা বিষ্ময়করভাবে হেরে বসে আইরিশদের বিপক্ষে। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩টি ওয়ানডে খেলেছে লাল-সবুজের দল। যেখানে ৯ জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশই। বাকি চার ম্যাচে দুই জয় আয়ারল্যান্ডের ও দুই ম্যাচে আসেনি কোনো রেজাল্ট।
আরোও পড়ুন। মেসিকে রাখতে পিএসজির নতুন প্রস্তাব !
সর্বশেষ গত মার্চে ঘরের মাঠে র্যাঙ্কিংয়ের ১১ নম্বর দল আয়ারল্যান্ডকে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে হয় পরিত্যক্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার তামিম ইকবাল খান। টাইগার অধিনায়কের আইরিশদের বিপক্ষে ১৩ ম্যাচে ৫২.২৭ গড় ও এক সেঞ্চুরিতে করেন ৫৭৫ রান। সমান ম্যাচে সাকিব ব্যাট হাতে করেন ২৮৫ রান। এছাড়া মাত্র চার ম্যাচেই আইরিশদের বিপক্ষে ২২২ রান করেন লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে ১০ ম্যাচে ৩৭৯ রান নিয়ে আইরিশদের সফল ব্যাটার উইলিয়াম পোর্টারফিল্ড। যদিও আইরিশদের সাবেক এই অধিনায়ক খেলার বাইরে অনেকদিন ধরেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে টাইগারদের সফল বোলার সাকিব। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির শিকার ৯ উইকেট। সূত্র : মানবজিমন
সুমি/হককথা