বিজ্ঞাপন :
পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু ১৭ জুলাই
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬
- / ৭৩৭ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’-এর খেলা পুনরায় শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। পবিত্র রমজান মাস আর ঈদুল ফিতর উপলক্ষ্যে এক মাস খেলা বন্ধ থাকার পর এই সপ্তহ থেকে লীগ ও টুর্নামেন্টের খেলা শুরু হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সিটির এলমহার্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে পরিচয় লীগ ও টুর্নামেন্টের উদ্বোধন হয়। আরো উল্লেখ্য, বিগত তিন বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। লীগের শীর্ষ চার দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের লীগে নিউইয়র্কসহ ট্রাইষ্টেটের ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, ব্রঙ্কস ওয়ারিয়র, ওজনপার্ক এফসি, ব্রাদার্স এলায়েন্স, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব ও সোনার বাংলা।