নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, আর্জেন্টিনার একাদশে মেসি
- প্রকাশের সময় : ০৭:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ৩৯ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : সাও পাওলোতে ৫ সেপ্টেম্বর রাতে বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরশত্রু ব্রাজিল-আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের পর এটাই ছিল প্রথম সুপার এল ক্লাসিকো। কিন্তু কোয়ারেন্টিন বিতর্কের কারণে শুরুর পাঁচ মিনিটের মধ্যে স্থগিত হয়ে যায়। ফিফা সেই ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
ফুটবলের সেই কালো অধ্যায় পিছনে ফেলে ফের মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামীকাল ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার মাঠ সফরে যাবে ব্রাজিলিয়ান ফুটবলাররা।
স্নায়ুচাপের এ মহারণে চোট নিয়ে দর্শক বনে গেছেন নেইমার। যেকারণে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না তিনি। সোমবার বাম উরুর অ্যাডাক্টরে মৃদু চোট পেয়েছেন পিএসজি এ সুপারস্টার।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে জানিয়েছে, ‘নেইমারের কিছু অস্বস্তি শুরু হয়েছে। আর এর ওপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য পর্যাপ্ত সময় না থাকাতে নেইমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিকাল কমিটি।’
ইনজুরি ছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিরও। উরুগুয়ের বিপক্ষে বদলি হিসেবে খেলে চোট কাটিয়ে উঠার আভাস দিয়েছেন পিএসজি এ মেগাস্টার। তবে ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি এ ম্যাচে খেলবে। আশা করছি সে ভালো বোধ করবে।’