বিজ্ঞাপন :
নিগার-পেরিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ৫৯ বার পঠিত
বাংলাদেশ নারী ও সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবি একটি সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) দুপুর ১টায় নিগার সুলতানা, এলিসা পেরিরা গণভবনে যাবেন।
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ১৭ মার্চ ঢাকায় আসেন অজি মেয়েরা। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।
৩১ মার্চ থেকে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই টি-টোয়েন্টিতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৪ এপ্রিল। মাঝে এক দিনের বিরতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে দুই দল।