নিউইয়র্কে ২০১৮ সালের ‘ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ বিষয়ে মতবিনিময়
- প্রকাশের সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ৯৩৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): প্রতিবছরের মতো এবছরও অর্থাৎ ২০১৮ সালে নিউইয়র্কে ‘ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ আয়োজন করবে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা। এই লক্ষ্যে সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ প্রবাসের বাংলাদেশী বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। গত ১১ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় মতবিনিময় বিভিন্ন ফুটবল দলের বিশেষ করে আইসাব, জ্যাকসন হাইটস স্পোর্টিং, ব্রঙ্কস স্টার, সোনার বাংলা, সন্ধীপ স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সহ ২৫/৩০ জন কর্মকর্তা ও খেলোয়ার উপস্থিত ছিলেন বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় স্পোটর্স কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা আব্দুর রহীম বাদশা ও হাজী এনাম, গ্র্যান্ড স্পন্সর ও উপদেষ্টা শসসের আলী, সহ সভাপতি এলিন রহমান ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি সহ আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, আব্দুল কাদির লিপু, নওশাদ হোসেন সিদ্দিকী, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আশ্রাফ আলী খান লিটন প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।